সোমবার বিকালে কৃষি দফতরের পক্ষ থেকে আলমপুর গ্রামে হয়ে গেল প্রথম ড্রোণ ডেমোস্টেশনের কর্মসূচি। সোমবার বিকালে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক সহ কৃষি অধিকর্তা অভিজ্ঞান দাস নিজে দাঁড়িয়ে থেকে এলাকায় চাষিদের জমিতে ড্রোণ উড়িয়ে কীভাবে সার ও ওষুধ স্প্রে করা যাবে তা হাতে কলমে বুঝিয়ে দেন ।
আরও পড়ুন : জঙ্গলমহলের মহিলাদের জন্য যা করল কেন্দ্রীয় বাহিনী! জানলে চোখে জল আসবে
advertisement
ফার্মার মেকানিকেল স্কিমের আওতায় এই কর্মসূচি নেওয়া হয়েছে। এদিন সহ কৃষি অধিকর্তা নিজে দাঁড়িয়ে থেকে এলাকার প্রায় পঞ্চাশ থেকে ষাট জন চাষির সামনে ড্রোণ প্রযুক্তির ব্যবহার হাতে কলমে দেখিয়ে দেন lগোপীবল্লভপুর ১ নম্বর ব্লক সহ কৃষি অধিকর্তা অভিজ্ঞান দাস বলেন ,আধুনিক কৃষিকাজের সঙ্গে কৃষকদের পরিচয় ঘটানোর জন্য ড্রোন ডেমোস্টেশন কর্মসূচি করা হয়। ড্রোনের সাহায্যে কিভাবে কৃষি জমিতে সার ও ওষুধ দেওয়া যায় তা দেখান হয়েছে কৃষকদের।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
এদিন প্রদর্শনী করার পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণ স্কিমে কীভাবে সাবসিডিতে চাষিরা এই সমস্ত কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে পারেন তার বিষয়ে ব্যাখ্যা করেন। এই সংক্রান্ত বিষয় জানতে পেরে ড্রোণ ব্যবহার সম্পর্কে ধারনা এবং কি ভাবে কম সময়ে এবং মজুরের খরচ বাঁচিয়ে সার ও স্প্রের কাজ করা সম্ভব তা দেখতে ও বুঝতে পারেন l
বুদ্ধদেব বেরা