সেন্ট্রাল সিল্ক বোর্ডের তরফ থেকে ভারতবর্ষের উত্তর থেকে শুরু করে দক্ষিণ-পশ্চিম যে সমস্ত জায়গায় মূলত রেশন চাষ বেশ ভাল পরিমাণে হয় সেই সমস্ত জায়গায় চলছে প্রশিক্ষণ। মূলত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যৌথভাবে এই ক্যাম্পেনের আয়োজন করেছেন। একজন বিজ্ঞানী একটি জেলায় গিয়ে প্রায় ১০ থেকে ১২ টি গ্রাম ঘুরে দেখছেন এবং সেখানকার চাষিদের সঙ্গে কথাবার্তা বলছেন, বোঝাচ্ছেন কোন পদ্ধতিতে চাষ করলে বেশি মুনাফা মিলবে।
advertisement
বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর, ময়ূরেশ্বর দুই নম্বর এবং মহম্মদ বাজার ব্লকের প্রায় ৮০ থেকে ১০০ জন কৃষক যারা সরকারি জমিতে অথবা নিজের বাড়িতে রেশন চাষ করেন তাদের ডেকে প্রশিক্ষণ দেওয়া হয়। মূলত কাপড় বুননের জন্য সুতোর বিকল্প নেই।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মোটা সুতোর যথেষ্ট চাহিদা রয়েছে। আর মোটা সুতা দিয়ে খুবই সুন্দর ও আকর্ষণীয় কাপড় তৈরি করা যায়। যদি অধিক হারে রেশম চাষের মাধ্যমে উৎপাদিত মোটা সুতো দিয়ে কাপড় তৈরির ব্যবস্থা নেওয়া হয়, তাহলে স্থানীয় দক্ষ কারিগর দিয়ে রেশম সুতো ব্যবহারের ফলে সামান্য পরিশ্রমে বেশি কাপড় বুনে অধিক লাভ করা সম্ভব হবে।
সৌভিক রায়





