TRENDING:

নামমাত্র পরিশ্রমে ব্যাপক লাভ...! সামান্য জমিতেই মাত! করতে হবে এই চাষ, প্রশিক্ষণ দিচ্ছে খোদ সরকার

Last Updated:

একজন বিজ্ঞানী একটি জেলায় গিয়ে প্রায় ১০ থেকে ১২ টি গ্রাম ঘুরে দেখছেন এবং সেখানকার চাষিদের সঙ্গে কথাবার্তা বলছেন, বোঝাচ্ছেন কোন পদ্ধতিতে চাষ করলে বেশি মুনাফা মিলবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: দিন দিন বৃদ্ধি পাচ্ছে রেশম চাষ। অনেকেই এই রেশম চাষ করে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমাদের দেশে বহু ধরনের কৃষিপণ্য উৎপাদন হয়ে থাকে। এসব কৃষিপণ্যের মধ্যে এক সময় তুঁত চাষ ছিল অন্যতম। তুঁত চাষে অল্প পরিশ্রমে বেশি লাভবান হওয়া যায়। বাড়িতে বসে থাকা মহিলাদের নিয়েও তুঁত গাছের চাষ করা যায় বলে এতে খরচ কম হয়। একই জমিতে বছরে তিন বারের বেশি ফসল চাষ করা হলেও তেমন ভাবে লাভ আসে না। কিন্তু তুঁত চাষ দুই থেকে চার বার করা যায়। এতে যেমন অধিক ফসল পাওয়া যায়, তেমনি লাভও হয় বেশি। আর কোনও পদ্ধতিতে এবং কী সার ব্যবহার করলে এই চাষের মুনাফা হবে আরও দ্বিগুণ বৃদ্ধি পাবে এই বিষয়ে বীরভূম জেলা জুড়ে চলছে প্রশিক্ষণ।
advertisement

সেন্ট্রাল সিল্ক বোর্ডের তরফ থেকে ভারতবর্ষের উত্তর থেকে শুরু করে দক্ষিণ-পশ্চিম যে সমস্ত জায়গায় মূলত রেশন চাষ বেশ ভাল পরিমাণে হয় সেই সমস্ত জায়গায় চলছে প্রশিক্ষণ। মূলত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যৌথভাবে এই ক্যাম্পেনের আয়োজন করেছেন। একজন বিজ্ঞানী একটি জেলায় গিয়ে প্রায় ১০ থেকে ১২ টি গ্রাম ঘুরে দেখছেন এবং সেখানকার চাষিদের সঙ্গে কথাবার্তা বলছেন, বোঝাচ্ছেন কোন পদ্ধতিতে চাষ করলে বেশি মুনাফা মিলবে।

advertisement

আরও পড়ুন: রাখিবন্ধনের আগে রাজ্য সরকারের বড় ধামাকা…! বানাচ্ছে সাড়ে ৬ লাখ পরিবেশবান্ধব রাখি, কোথায় যাবে জানেন এত রাখি?

View More

বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর, ময়ূরেশ্বর দুই নম্বর এবং মহম্মদ বাজার ব্লকের প্রায় ৮০ থেকে ১০০ জন কৃষক যারা সরকারি জমিতে অথবা নিজের বাড়িতে রেশন চাষ করেন তাদের ডেকে প্রশিক্ষণ দেওয়া হয়। মূলত কাপড় বুননের জন্য সুতোর বিকল্প নেই।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

মোটা সুতোর যথেষ্ট চাহিদা রয়েছে। আর মোটা সুতা দিয়ে খুবই সুন্দর ও আকর্ষণীয় কাপড় তৈরি করা যায়। যদি অধিক হারে রেশম চাষের মাধ্যমে উৎপাদিত মোটা সুতো দিয়ে কাপড় তৈরির ব্যবস্থা নেওয়া হয়, তাহলে স্থানীয় দক্ষ কারিগর দিয়ে রেশম সুতো ব্যবহারের ফলে সামান্য পরিশ্রমে বেশি কাপড় বুনে অধিক লাভ করা সম্ভব হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নামমাত্র পরিশ্রমে ব্যাপক লাভ...! সামান্য জমিতেই মাত! করতে হবে এই চাষ, প্রশিক্ষণ দিচ্ছে খোদ সরকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল