জানা গিয়েছে, মঙ্গলবার ধর্ম ঘোষ নামে ওই ব্যক্তি গরুর গাড়িতে করে নিজের চাষের আলু রাখতে এসেছিলেন কোল্ডস্টোরেজে। সেই সময় কোল্ড স্টোরেজের প্রধান গেট পেরিয়ে যাওয়ার পরে হঠাৎই কোল্ড স্টোরেজে থাকা একটি ষাঁড় গরুর গাড়ির সামনে এসে গরুর সঙ্গে লড়াই লেগে যায়।
আরও পড়ুন: ফের খুনের বদলা আগুন, জ্বলল বাড়ি-গাড়ি! গলসিতে ঠিক ঘটল কী? পুরুষশূন্য গ্রাম
advertisement
আর সেই লড়াইয়ের মাঝে পড়ে যায় ধর্ম ঘোষ। ষাঁড়ের গুঁতো খেয়ে গরুর গাড়ি সামনে পড়ে যায় সে। ষাঁড়ের শিং ডুকে যায় তাঁর পেটে। এমনকি গরুর গাড়ির চাকা গড়িয়ে মাথার উপর দিয়ে চলে য়ায়। দ্রুত তাঁকে উদ্ধার করে চন্দ্রকোনা হাসপাতালে আনলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পরই তীব্র উত্তেজনা দেখা দেয় এলাকায়। ক্ষতিপূরণের দাবিতে কোল্ডস্টোরেজের সামনে বিক্ষোভ দেখাতে থাকে মৃতের পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আনন্দপুর থানা পুলিশ।
আরও পড়ুন: সরে দাঁড়াল আরও এক ডিভিশন বেঞ্চ, SSC মামলায় হাই কোর্টে বেনজির ঘটনা!
এদিকে, ভরতপুরে এক ব্যক্তির বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার করল পুলিশ।
মঙ্গলবার সকালে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার চাঁদপুর গ্রামের মাঠ থেকে বস্তাবন্দী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃত ব্যক্তির নাম বাদশা সেখ, সে চাঁদপুর গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবারই কলকাতা থেকে গ্রামের বাড়ি চাঁদপুরে ফেরে সে। বাড়ি ফেরার পর থেকেই নিখোঁজ ছিল। মঙ্গলবার সকালে গ্রামের বাসিন্দারা মাঠে কাজ করতে যাওয়ার সময় বস্তাবন্দী মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে মর্গে পাঠায়। কে বা কারা এই খুনের ঘটনা ঘটিয়েছে এখনও জানা যায়নি। কী কারনে খুন করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভরতপুর থানার পুলিশ।