TRENDING:

স্ট্রেচিংয়ের সময়েই ভেঙে পড়ে ফরাক্কার নির্মীয়মাণ সেতু, অনুমান ফরেনসিকের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ফরাক্কা: নিউজ18 বাংলার খবরেই সিলমোহর। স্ট্রেচিংয়ের সময়েই ভেঙে পড়ে ফরাক্কার নির্মীয়মাণ সেতু। দুর্ঘটনাস্থলে থাকা শ্রমিকদের এক্লক্লুসিভ বয়ান নিউজ18 বাংলায়। মঙ্গলবার ঘটনাস্থলে যায় ফরেনসিক দল। বিশেষজ্ঞদেরও অনুমান, স্ট্রেচিংয়ের গন্ডগোলের জন্যই দুর্ঘটনা। ব্রিজের বিপজ্জনক অংশ সরানোর পরামর্শ বিশেষজ্ঞদের। জাতীয় সড়ক কর্তৃপক্ষেরও একই মত। কয়েকদিনের মধ্যে তদন্তকারীদের রিপোর্ট দিতে বলেছে NHAI.
advertisement

মাত্র দেড় বছর আগে ফরাক্কা ব্রিজের বিকল্প সেতু তৈরির কাজ শুরু হয়। তার মধ্যেই ভেঙে পড়ল গার্ডার। কিন্তু কেন এই বিপর্যয়? স্ট্রেচিংয়ের গণ্ডগোলেই দুর্ঘটনা, সোমবারই বলেছিল নিউজ এইটিন বাংলা। মঙ্গলবার সে কথা বললেন দুই শ্রমিক। দুর্ঘটনার সময় নির্মীয়মাণ সেতুর নীচে কাজ করছিলেন উপেন্দর যাদব ও সন্তোষ বলওয়ান। তাঁদের দাবি, স্ট্রেচিংয়ের সময়ই হুড়মুড়িয়ে ব্রিজ ভেঙে পড়ে। কোনওমতে পালিয়ে প্রাণ বাঁচে তাঁদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মঙ্গলবার দুর্ঘটনাস্থলে যায় ফরেনসিক দল। তাঁদেরও প্রাথমিক অনুমান, স্ট্রেচিংয়ের গন্ডগোলের জেরেই বিপর্যয়। জাতীয় সড়ক কর্তৃপক্ষও সম্ভাবনা উড়িয়ে দিতে পারছে না। মালদার দিকে বিপজ্জনকভাবে ঝুলছে ব্রিেজর ভাঙা অংশ। বিপদ ঘটার আগেই ওই অংশ সরিয়ে দেওয়ার পরামর্শ ফরেসনিক বিশেষজ্ঞদের।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্ট্রেচিংয়ের সময়েই ভেঙে পড়ে ফরাক্কার নির্মীয়মাণ সেতু, অনুমান ফরেনসিকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল