মাত্র দেড় বছর আগে ফরাক্কা ব্রিজের বিকল্প সেতু তৈরির কাজ শুরু হয়। তার মধ্যেই ভেঙে পড়ল গার্ডার। কিন্তু কেন এই বিপর্যয়? স্ট্রেচিংয়ের গণ্ডগোলেই দুর্ঘটনা, সোমবারই বলেছিল নিউজ এইটিন বাংলা। মঙ্গলবার সে কথা বললেন দুই শ্রমিক। দুর্ঘটনার সময় নির্মীয়মাণ সেতুর নীচে কাজ করছিলেন উপেন্দর যাদব ও সন্তোষ বলওয়ান। তাঁদের দাবি, স্ট্রেচিংয়ের সময়ই হুড়মুড়িয়ে ব্রিজ ভেঙে পড়ে। কোনওমতে পালিয়ে প্রাণ বাঁচে তাঁদের।
advertisement
মঙ্গলবার দুর্ঘটনাস্থলে যায় ফরেনসিক দল। তাঁদেরও প্রাথমিক অনুমান, স্ট্রেচিংয়ের গন্ডগোলের জেরেই বিপর্যয়। জাতীয় সড়ক কর্তৃপক্ষও সম্ভাবনা উড়িয়ে দিতে পারছে না। মালদার দিকে বিপজ্জনকভাবে ঝুলছে ব্রিেজর ভাঙা অংশ। বিপদ ঘটার আগেই ওই অংশ সরিয়ে দেওয়ার পরামর্শ ফরেসনিক বিশেষজ্ঞদের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 19, 2020 10:59 AM IST