মুর্শিদাবাদের বহমপুরের লোয়ারকাদাই সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর এ বারের থিম দুর্গাগ্রাম। পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন, এ বারের পুজোর বাজেট ১৬ লক্ষ টাকা।
আরও পড়ুনঃ দিঘার অদূরে ফুঁসছে নিম্নচাপ! ঘূর্ণিঝড়ে পরিণত হবে? মহানবমী থেকেই মহাদুর্যোগের আশঙ্কা
লোয়ারকাদাই এলাকায় ৩০০ মিটার রাস্তায় ২৫টি প্যান্ডেল তৈরি করা হয়েছে। সব মিলিয়ে ২৫টি প্রতিমা রয়েছে সেখানে। সবই মাটির প্রতিমা। প্রত্যেক মণ্ডপ হচ্ছে ১৬-১৭ ফুটের। ৮৩তম বর্ষে অভিনব এই দুর্গানগরী তৈরি করতে চেয়েছেন তাঁরা।
advertisement
এখানেই মা দুর্গার সামনেই রয়েছেন অরিজিৎ সিং। তাঁর হাতে গিটার, পরনে ফতুয়া, ট্রাউজার্স আর পাগড়ি। তবে চেনা পোশাকে মণ্ডপে অন্য ভূমিকায় প্রখ্যাত সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংহ। মাতৃ আরাধনা করছেন। শুধু মা দুর্গাই নন, পাশে ছোট কালী মূর্তিও রয়েছে। আর মণ্ডপে নেপথ্যে বেজে চলেছে রামপ্রসাদী শ্যামাসঙ্গীত ‘মন রে কৃষি কাজ জানো না’। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, এ বছরের পুজোর বাজেট ১৬ লক্ষ টাকা।
কৌশিক অধিকারী