আরও পড়ুনঃ হাতে-পায়ে চুলকানি, ঘা, জ্বর! জমা জলই রোগের আঁতুড়ঘর, হাবরায় সাংঘাতিক পরিস্থিতি
উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত হাড়োয়া থানার কুলটি গ্রাম পঞ্চায়েতের রাধানগর গ্রামের ঘটনা। গ্রামের গৃহবধূ বছর ৩৫-এর রেহানা বিবি ভোটার কার্ড জাল করেছেন অর্থাৎ নকল ভোটার কার্ড বানিয়েছেন বলে অভিযোগ উঠেছে। রেহানা বিবি সরকারি পরিষেবার জন্য আধার কার্ড এবং ভোটার কার্ড বিডিও অফিসে জমা দেন। তখনই নজরে আসে রেহানার এপিক কার্ড জাল।
advertisement
আরও পড়ুনঃ হায় হায় কি সর্বনাশ! স্কুলের বাথরুমে বিষ খেয়ে… সপ্তম শ্রেণির ছাত্রীর কাণ্ডে মাথায় হাত পরিবারের
কেন ওই গৃহবধূ এপিক কার্ড জাল বানালেন তার সদুত্তর তিনি নিতে পারেননি। হাড়োয়া ব্লক প্রশাসন হাড়োয়া থানায় একটি অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে ৩৫ বছরের রেহানা বিবিকে গ্রেফতার করে হাড়োয়া থানার পুলিশ। ইতিমধ্যে ধৃত ওই গৃহবধূকে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। মহিলাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ এবং এই ঘটনার গোটা তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাবে। পাশাপাশি এই ঘটনায় হাড়োয়া ব্লক প্রশাসনের পক্ষ থেকেও তদন্ত শুরু করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
