TRENDING:

বিডিও অফিসে ভোটার কার্ড জমা দিতেই গৃহবধূর কুকীর্তি ফাঁস! তড়িঘড়ি ছুটে এল পুলিশ, ঠিক কী ঘটেছে জানুন

Last Updated:

সরকারি পরিষেবার জন্য আধার কার্ড এবং ভোটার কার্ড বিডিও অফিসে জমা দেন বছর ৩৫-এর রেহানা বিবি। তখনই নজরে আসে রেহানার এপিক কার্ড জাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাড়োয়া, উত্তর ২৪ পরগণা, জিয়াউল আলয়: বিহারে ভোটার তালিকার নিবিড় এবং বিশেষ সংশোধন চালাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। এরপর একে একে অন্যান্য রাজ্যেও ভোটার ছাঁকনির এই প্রক্রিয়া চালানো হবে। যার বিরোধিতায় ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধী দলগুলো। এরই মাঝে বাংলায় ভোটার কার্ড জাল করার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
ভোটার কার্ড জাল করার অভিযোগে গ্রেফতার এক গৃহবধূ
ভোটার কার্ড জাল করার অভিযোগে গ্রেফতার এক গৃহবধূ
advertisement

আরও পড়ুনঃ হাতে-পায়ে চুলকানি, ঘা, জ্বর! জমা জলই রোগের আঁতুড়ঘর, হাবরায় সাংঘাতিক পরিস্থিতি

উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত হাড়োয়া থানার কুলটি গ্রাম পঞ্চায়েতের রাধানগর গ্রামের ঘটনা। গ্রামের গৃহবধূ বছর ৩৫-এর রেহানা বিবি ভোটার কার্ড জাল করেছেন অর্থাৎ নকল ভোটার কার্ড বানিয়েছেন বলে অভিযোগ উঠেছে। রেহানা বিবি সরকারি পরিষেবার জন্য আধার কার্ড এবং ভোটার কার্ড বিডিও অফিসে জমা দেন। তখনই নজরে আসে রেহানার এপিক কার্ড জাল।

advertisement

আরও পড়ুনঃ হায় হায় কি সর্বনাশ! স্কুলের বাথরুমে বিষ খেয়ে… সপ্তম শ্রেণির ছাত্রীর কাণ্ডে মাথায় হাত পরিবারের

সেরা ভিডিও

আরও দেখুন
নিত্যনতুন গাছ লাগানোর শখ? 'এই' গাছ বাজার থেকে সুলভ মূল্যে কিনুন ফুল-ফল-বাহারি গাছ!
আরও দেখুন

কেন ওই গৃহবধূ এপিক কার্ড জাল বানালেন তার সদুত্তর তিনি নিতে পারেননি। হাড়োয়া ব্লক প্রশাসন হাড়োয়া থানায় একটি অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে ৩৫ বছরের রেহানা বিবিকে গ্রেফতার করে হাড়োয়া থানার পুলিশ। ইতিমধ্যে ধৃত ওই গৃহবধূকে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। মহিলাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ এবং এই ঘটনার গোটা তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাবে। পাশাপাশি এই ঘটনায় হাড়োয়া ব্লক প্রশাসনের পক্ষ থেকেও তদন্ত শুরু করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিডিও অফিসে ভোটার কার্ড জমা দিতেই গৃহবধূর কুকীর্তি ফাঁস! তড়িঘড়ি ছুটে এল পুলিশ, ঠিক কী ঘটেছে জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল