TRENDING:

ট্রাভেল এজেন্সির মাধ্যমে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? সাবধান ! জেনে নিন এই চিকিৎসকের সঙ্গে কী ঘটল

Last Updated:

Nadia News: সবচেয়ে গুরুতর অভিযোগ, ফেরার পথে ওই এজেন্সি যে বিমানের টিকিট দেয় তা সম্পূর্ণ ভুয়ো বা জাল টিকিট

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: ট্রাভেল এজেন্সির প্রতারণার ফাঁদে রানাঘাটের সরকারি হাসপাতালের চিকিৎসক। বেলঘরিয়ার এক ট্রাভেল এজেন্সির প্রতারণার শিকার হলেন রানাঘাট হাসপাতালের চিকিৎসক নরোত্তম হালদার। ইতিমধ্যেই ওই এজেন্সির বিরুদ্ধে কলকাতা এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
জেনে নিন এই চিকিৎসকের সঙ্গে কী ঘটল
জেনে নিন এই চিকিৎসকের সঙ্গে কী ঘটল
advertisement

সূত্রের খবর, চিকিৎসক নরোত্তম হালদারের মা ক্যানসারের থার্ড স্টেজে ভুগছেন। মায়ের মানসিক পরিবর্তনের জন্য তিনি সপরিবারে আন্দামান ভ্রমণের পরিকল্পনা করেন। সেই অনুযায়ী বেলঘরিয়ার একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে প্রায় ২ লক্ষ ৪৭ হাজার ৮৬২ টাকা প্রদান করেন ভ্রমণ প্যাকেজের জন্য। কিন্তু যাত্রা শুরু হতেই একের পর এক সমস্যায় পড়েন চিকিৎসক ও তাঁর পরিবার।

advertisement

আরও পড়ুন– সাপ্তাহিক রাশিফল ২০ – ২৬ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

প্রথমে বিমানের টিকিট পরিবর্তন করে অন্য সংস্থার বিমানের টিকিট পাঠায় ওই এজেন্সি। আন্দামান পৌঁছনোর পর দেখা যায়, হোটেল বুকিং থেকে শুরু করে প্যাকেজের প্রতিশ্রুত সুবিধাগুলি— কিছুই বাস্তবে মিলছে না। বারবার যোগাযোগ করলেও প্রথমে ফোন ধরেনি এজেন্সি, পরে আবার অতিরিক্ত টাকার দাবি জানানো হয় বলে অভিযোগ। অবশেষে নিজেদের খরচে ভ্রমণ শেষ করে বাড়ি ফিরে এজেন্সির সঙ্গে যোগাযোগ করলে কোনও সদুত্তর মেলেনি।

advertisement

View More

আরও পড়ুন– বন্দুকে বন্দুকে ছয়লাপ ! রেট্রো লুক আর আধুনিকতার মিশেলে চমকদার পোস্টার লঞ্চ ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’-এর

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় দয়াময়ী কালী মন্দিরে একাধিক আয়োজন, 'জাগ্রতা' দেবীর কাছে পুজো দিতে ভক্তদের ভিড়
আরও দেখুন

অভিযোগ, প্রায় আড়াই লক্ষ টাকা নেওয়া হলেও, বাস্তবে মাত্র ৭৯ হাজার ২৬৪ টাকা খরচ করেছে সংস্থাটি। সবচেয়ে গুরুতর অভিযোগ, ফেরার পথে ওই এজেন্সি যে বিমানের টিকিট দেয় তা সম্পূর্ণ ভুয়ো বা জাল টিকিট। ঘটনায় ক্ষুব্ধ চিকিৎসক নরোত্তম হালদার বলেন, “আমাদের সঙ্গে যেভাবে প্রতারণা হয়েছে, তেমন ফাঁদে আর যেন কেউ না পড়ে। প্রশাসন যেন দ্রুত কঠোর ব্যবস্থা নেয়।” চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ট্রাভেল এজেন্সির মাধ্যমে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? সাবধান ! জেনে নিন এই চিকিৎসকের সঙ্গে কী ঘটল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল