জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তের পাশেই রামনগর গ্রামে চলছিল সোমবার রাতে নাকা চেকিং। লোকসভা নির্বাচনের আগেই পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় নাকা চেকিং চলছে। আর সেই মুহূর্তেই পাহাড়পুর দিক থেকে একটি বাইক করে যাচ্ছিল এক বাইক আরোহী, তাকে দেখে পুলিশের সন্দেহ হয়।
আরও পড়ুন- তৃতীয় বিশ্বযুদ্ধ কবে? ৫০০ বছরের পুরনো ভবিষ্যদ্বাণী, সত্যি হলে দুনিয়া শেষ!
advertisement
স্কুটি থামাতে বলেন পুলিশ কর্মীরা, তিনি স্কুটি থামালে তার স্কুটির ডিকি খুলতেই পুলিশের চক্ষু চড়ক গাছ । উদ্ধার হয় পুলিশের ব্যবহার করা হাতকড়া।
সেই স্কুটি আরোহী অর্থাৎ জাহিদ আব্বাস নিজেকে NIA অফিসার হিসেবে পরিচয় দেন। সচিত্র পরিচয় পত্র দেখতে চাইলে তিনি বের করে দেখান। দেখা যায় সেটি সম্পুর্ণ ভুয়ো কার্ড। ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে পাঠানো হয়েছে লালবাগ মহকুমা আদালতে।
কৌশিক অধিকারী