পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকা সে ধর্ষণের অভিযোগের ধৃত যুবকের নাম রশিদুল মোল্লা (৩২)। এলাকারই বছর ১৭ এর এক নাবালিকার সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল তার। মাত্র মাস ছয় আগে এই সম্পর্কে শুরু হলেও এরই মধ্যে ওই নাবালিকার সঙ্গে ধৃত রশিদুল একাধিকবার সহবাস করেছে। পরে সে বিয়ে করতে রাজি না হওয়ায় মঙ্গলবার পুলিশের কাছে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার।
advertisement
আরও পড়ুন: নাগরিকত্ব মামলায় বাংলার পঞ্চায়েত প্রধানকে তলব অসমের আদালতে!
নাবালিকার পরিবারের অভিযোগ পেয়ে আইনমাফিক পদক্ষেপ করে সন্দেশখালি থানার পুলিশ। জেলেখালি থেকে রশিদুল মোল্লাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। এই ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন: পুজো দিতে এসে ফেরেনি, দু’দিন ধরে নদীর পাড়ে মেয়ের জুতো আগলে বসে বাবা…
এদিকে বিষয়টি নিয়ে চিন্তিত সমাজতত্ত্ববিদরা। কেন নাবালিকারা নিজেদের কথা না ভেবে বারবার এই ধরনের ফাঁদে পা দিচ্ছে, তা গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।