TRENDING:

Fake Coin: বাড়ছে ফেক কয়েন বিক্রি, কী ভাবে সাবধান হবেন?

Last Updated:

Fake Coin: ফেক কয়েন বিক্রি বাড়ছে। তা কিনে প্রতারিত হচ্ছেন অনেকে। কীভাবে চিনবেন ফেক কয়েক, জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: মানুষের নানাবিধ শখ থাকে। তার মধ্যে অন্যতম পুরোনো দিনের কয়েন সংগ্রহ। তবে এই কয়েন সংগ্রহ করতে গিয়ে নানাবিধ সমস্যায় পড়তে হয় সংগ্রহকারীদের। বাজারে বিক্রি বাড়ছে ফেক কয়েনের। আর যা মানুষ চড়া দামে কিনে বাড়িতে সংরক্ষণ করছেন। এই ফেক কয়েন এর উপদ্রব, কয়েন সংগ্রহকারীদের কাছে অভিশাপ স্বরূপ।
advertisement

বর্তমানে রাস্তার ধারে কিংবা অনলাইনে কয়েন বিক্রি বেড়েছে। বাড়িতে থাকা পুরোনো দিনের তামা, ব্রোঞ্জ, সোনা, রুপোর কয়েন বিক্রি করে দিচ্ছেন অনেকেই। তবে যারা কয়েন সংগ্রহ করেন, কয়েন সংগ্রহের নেশায় সেই কয়েন কিনছেন চড়া দামে। তবে ইতিহাস ঘেঁটে দেখা যাচ্ছে, সেই কয়েন আদতে কোনও ইতিহাস বহন করছে না। স্বাভাবিক ভাবে নিজের অজান্তেই ভুল হচ্ছে কয়েন সংগ্রহকারীদের।

advertisement

আরও পড়ুন: ঠিক কোন সময় লক্ষ্মীপুজো করলে ধনসম্পদ লাভ হবে? পঞ্জিকা মতে পুজোর শুভ সময় জানুন

এই ফেক কয়েনের উপদ্রব নিত্যদিন বেড়েই চলেছে। কীভাবে ফেক কয়েন চিহ্নিত করা যাবে, তার সবিস্তারে তুলে ধরলেন দাঁতনের এক কয়েন সংগ্রহকারী শিক্ষক সন্তু জানা।

আরও পড়ুন: সহজ এই অভ্যেসগুলি আপনার আয়ু বাড়াতে পারে ২০ বছর, চাঞ্চল্যকর দাবি গবেষণায়

advertisement

বর্তমানে মেট্রোপলিটন শহরে স্টেশনের পাশে কিংবা বাসস্ট্যান্ডের ধারে পুরনো দিনের কয়েন ঢেলে বিক্রি করছেন অসাধু কারবারীরা। পাশাপাশি অনলাইন মাধ্যমেও বিক্রি হচ্ছে এই সমস্ত কয়েন। সামান্য কিছুদিনের পুরনো কয়েন ইস্ট ইন্ডিয়া কোম্পানি সময়ের কয়েন বলেও বিক্রি করছেন। কয়েন সংগ্রহের নেশায় সেই সমস্ত কিনে আনছেন সংগ্রহকারীরা। সাধারণ মানুষের কাছে যেমন ভুল বার্তা যাচ্ছে তেমনি টাকার অপব্যবহার হচ্ছে। তাই ফেক কয়েন চিহ্নিতকরণ এবং কয়েনের ইতিহাস জেনে সংগ্রহের আবেদন সন্তুবাবুর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fake Coin: বাড়ছে ফেক কয়েন বিক্রি, কী ভাবে সাবধান হবেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল