বীরভূম জেলা প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকদের উপস্থিতিতে এই বিকল্প পৌষ মেলার উদ্বোধন করা হয়। এই বছর বিকল্প পৌষ মেলা চলবে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত। মোট ছয় দিনের জন্য হবে এই পৌষ মেলা। পৌষ মেলায় এই বছর আগামী শনিবার বাজি পোড়ানো হবে বলে জানা যাচ্ছে মেলা উদ্যোক্তাদের তরফ থেকে। মোট তিনটি মাঠ নিয়ে হচ্ছে এই মেলা। ডাকবাংলো মাঠ, টাউন ক্লাব মাঠ এবং স্টেডিয়াম মাঠ জুড়ে মেলার আয়তন অনেক বৃদ্ধি করা হয়েছে।
advertisement
পূর্বপল্লীর মাঠের পৌষ মেলার ঐতিহ্য হয়তো বিকল্প এই পৌষ মেলায় মিলবে না, তবে বিকল্প এই পৌষ মেলা আশা যোগাচ্ছে হস্তশিল্প থেকে শুরু করে বিভিন্ন শিল্পের সঙ্গে যুক্ত থাকা শিল্পীদের, বোলপুর এবং সংলগ্ন ব্যবসায়ীদের। এছাড়াও আশা যোগাচ্ছে পরিবহণ ব্যবস্থা-সহ অন্যান্য ব্যবসার সঙ্গে যুক্তদের।
Madhab Das
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 23, 2022 7:05 PM IST