শিল্প শহর হলদিয়ায় দিনে দিনে বাড়ছে দূষণ। হলদিয়া শিল্পাঞ্চলের দূষণের টার্গেট জিরো।প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষ একে অপরের দিকে আঙ্গুল তুলছেন। কৃষি ক্ষেত্রে ও খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রেও দূষণ বাড়ছে। সুষম খাদ্য দুধের মধ্যেও দূষণহচ্ছে। এবারএকক সংস্থাগড়ে তুলে দূষণ দূর করার আহ্বান জানাল কারখানা কর্তৃপক্ষে।হলদিয়া বিসিসিআইয়ের পক্ষ থেকে শিল্প বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। সেখানেই হলদিয়া উন্নয়ণ পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর বলেন শিল্পাঞ্চলগুলি দূষণ প্রতিরোধে একত্রিত হয়েছে।
advertisement
আরও পড়ুন: দিঘায় এবার বিরাট চমক! পর্যটকদের জন্য দারুণ সুখবর! মন ভরে যাবে! জানুন
হলদিয়ার উন্নয়নে হলদিয়া বন্দর কোনও সাহায্য করছে না বলে অভিযোগ। এমনকি বলেন টাকা নেই উন্নয়ন হবে কি করে। বন্দরের ড্রেনেজ সিস্টেম নিয়ে ক্ষোভ উগরেদেন হলদিয়া উন্নয়ণ পর্ষদের চেয়ারম্যান। বন্দরে নিজের ক্যাম্পাসের মধ্যে উন্নয়ন করলে হলদিয়ার উন্নয়ন হয় না। যেমন নিজে বড়লোক হলেই পাশাপাশি প্রতিবেশী যদি গরিব হয় কেমন হবে তা উদাহরন দিয়ে বোঝান তিনি। অন্য়দিকে হলদিয়া বন্দর কর্তৃপক্ষর তরফে এ কে মেহেরা বলেন, আমাদের ড্রেনেজ সিস্টেম ঠিকই রয়েছে। বন্দরের বাইরে কাজ করার আমাদের অনুমতি নেই।সবাইকে এই দূষণ নিয়ন্ত্রণের জন্য কমিটি গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এগিয়ে আসতে অনুরোধ জানিয়েছি।
প্রসঙ্গত হলদিয়া বন্দরেরেকর্ড পরিমানে কার্গো হ্যান্ডেলিং করা চলছে । এবছর টার্গেট ৫০ মিলিয়ন টন। হলদিয়া বন্দরের কার্গো দুর্গাপুর আসানসোল থেকে শুরু করে ঝাড়খণ্ড পর্যন্ত সরবরাহ চলছে। সেমিনারের আয়োজক সংস্থা বিসিসিআই পরিবেশ দূষণ নিয়ে কারখানার কর্তৃপক্ষদের একসঙ্গে চলার আহ্বান জানায়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
আগামী দিনে হলদিয়া বন্দর বা হলদিয়া শিল্পাঞ্চল এলাকার দূষণ কতটা নিয়ন্ত্রণে আসবে তা সময়ই বলবে।
সৈকত শী






