TRENDING:

Extramarital Affair: বউ-মেয়ে থাকতেও অন্য মহিলার সঙ্গে প্রেম? মেমারির দুর্ঘটনার নেপথ্যে কোন রহস্য!

Last Updated:

Extramarital Affair: নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের জলে চারচাকা গাড়ি, স্বামী উঠে এলেও উঠতে পারেননি স্ত্রী। নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে জলে চারচাকা গাড়ি সহ দম্পতি। স্বামী কোনও রকমে পুকুরের জল থেকে উঠে এলেও স্ত্রীকে খুঁজতে পুকুরে ফেলা হয় জাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেমারি, সায়নী সরকার: নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের জলে চারচাকা গাড়ি, স্বামী উঠে এলেও উঠতে পারেননি স্ত্রী। নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে জলে চারচাকা গাড়ি সহ দম্পতি। স্বামী কোনও রকমে পুকুরের জল থেকে উঠে এলেও স্ত্রীকে খুঁজতে পুকুরে ফেলা হয় জাল।
গাড়ির ছবি
গাড়ির ছবি
advertisement

আরও পড়ুন: ভারতে আকাশছোঁয়া সোনার দাম, জানেন পাকিস্তানে ১০ গ্রাম সোনার দাম কত? জানলে হাসি পাবে

বর্ধমান থেকে নিয়ে আসা হয় সিভিল ডিফেন্সের ডুবুরির দল। অবশেষে স্থানীয়দের সহায়তায় জাল ফেলে পুকুর থেকে উদ্ধার হয় স্ত্রীর দেহ। যদিও দুর্ঘটনার তত্ত্ব উড়িয়ে দিয়ে মেয়ের পরিবারের দাবী, পরকীয়াতে জড়িয়ে পড়েছিল স্বামী, মেয়ে প্রতিবাদ করলে কপালে জুটতো অত্যাচার। মেয়েকে পরিকল্পনা করে মেরে দিয়ে দুর্ঘটনার নাটক করছে স্বামী। মৃতের নাম আশমাতারা বিবি ওরফে আশা (৩৫)। মেমারি থানার ঘোষ এলাকার ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছাড়ায় এলাকায়।মেতায়েন করা হয় পুলিশ ও র‍্যাফ।

advertisement

আরও পড়ুন: ‘পিল লাগবে নাকি’! কলেজ টয়লেটে ছাত্রীর সঙ্গে জোর করে ঘনিষ্ঠতা, পরে ফোনে খোঁজ নিল অভিযুক্ত

View More

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি গাড়িতে করে শেখ মফিজুল ওরফে মুকুল ও তার স্ত্রী আশমাতারা বিবি ওরফে আশা বর্ধমানের দিক থেকে আসছিল। মেমারি ঘোষ এলাকায় কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে নেমে যায় গাড়িটি। স্বামী শেখ মফিজুল কোনভাবে উঠে আসতে সক্ষম হলেও উঠে আসতে পারেননি আশমাতারা বিবি। পরে পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইতিহাসের শহরে বিষ্ণুপুর কালীবাড়ির পুজো! মুর্শিদাবাদের এই দেবীকে ঘিরে রয়েছে বহু কাহিনী
আরও দেখুন

যদিও আশমাতারা বিবির পরিবারের অভিযোগ, এটি কোন দুর্ঘটনা নয় পরিকল্পনা করে মেরে ফেলা হয়েছে আশাকে। ১৫ বছর আগে মুকুলের সাথে বিয়ে হয় আশার। তাদের একটি সন্তানও রয়েছে কিন্তু মৃতের পরিবারের দাবি,এক বছর আগে পরকিয়াতে জড়িয়ে পড়ে মুকুল। তার প্রতিবাদ করলে প্রায়ই আশাকে মারধর করা হত। শুক্রবার বর্ধমানের ডাক্তার দেখাতে যাওয়ার নাম করে আশাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল মুকুল কিন্তু বর্ধমান থেকে বাড়ি ফেরার পথে তাকে মেরে গাড়ি সমেত পুকুরের জলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের। খুন না কি দুর্ঘটনা সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ।যদিও এখনও থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি পরিবারের তরফে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Extramarital Affair: বউ-মেয়ে থাকতেও অন্য মহিলার সঙ্গে প্রেম? মেমারির দুর্ঘটনার নেপথ্যে কোন রহস্য!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল