TRENDING:

Extra Marital Affair: মেয়ে জেনে গিয়েছিল মা-ই মেরেছে বাবাকে, গোঘাটে পরকীয়ার জেরে নৃশংস খুন, উদ্ধার পচা-গলা দেহ

Last Updated:

পরকীয়ার জেরে খুন! গোঘাটে স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের ছক স্ত্রীর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গোঘাট: পরকীয়ার জেরে খুন! গোঘাটে স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের ছক স্ত্রীর! অভিযোগ, মদের ঠেকে ডেকে খুন করা হয় ব্যক্তিকে, এর পর সেই মৃতদেহ লোপাট করে প্রেমিক! ঝোপ থেকে উদ্ধার স্বামীর পচাগলা দেহ। জানা যায়, গোটা ঘটনাই জেনে ফেলেছিল দম্পতির মেয়ে! সে জানত তার মাই-ই খুন করেছে তার বাবাকে! ধরা পড়ে যাওয়ার ভয়ে,মেয়েকে ভয় দেখানোর অভিযোগ মায়ের বিরুদ্ধে। ইতিমধ্যেই গ্রেফতার খুনে অভিযুক্ত স্ত্রী ও তার প্রেমিক।
পরকীয়ার জেরে খুন! গোঘাটে স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে
পরকীয়ার জেরে খুন! গোঘাটে স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে
advertisement

অন্যদিকে, সোমবারই সামনে আসে পরকীয়ার আর এক নৃশংস ঘটনা। পরকীয়ায় বাধা দিতে শ্বশুরকে খুন করে মাটিতে পুঁতে দেয় বীরভূমের মহিলা। স্থানীয় সূত্রে খবর, মৃত বৃদ্ধের নাম তমাল বাগদি। রবিবার চাষের কাজে বেরিয়ে আর বাড়ি ফেরেননি তিনি। সোমবার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি জায়গায় মাটি খুঁড়ে তমালের দেহ উদ্ধার হয়। অভিযোগ, বৌমার পরকীয়ায় বাধা দেওয়ায় তমালকে খুন করা হয়েছে। তমালের পরিবার সূত্রে খবর, কিছু দিন ধরে গ্রামেরই এক যুবকের সঙ্গে- পরকীয়ায় লিপ্ত হন তমালের বৌমা। এ নিয়ে শ্বশুর এবং বৌমার অশান্তিও হয়। এর পরই বাড়ি ছেড়ে চলে যান বউমা। অন্সোযদিকে, রবিবার সারা রাত নিখোঁজ থাকার পর সোমবার বিকেলে একটি পুকুরের পারে মাটি চাপা দেখে সন্দেহ হয় স্থানীয়দের। মাটি সরাতেই তমালের দেহ মেলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

Rana Karmakar

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Extra Marital Affair: মেয়ে জেনে গিয়েছিল মা-ই মেরেছে বাবাকে, গোঘাটে পরকীয়ার জেরে নৃশংস খুন, উদ্ধার পচা-গলা দেহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল