খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মাঠের পাশে জঙ্গলের মধ্যে সন্দেহজনক কিছু পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কাছে গিয়ে দেখেন, সেটি সকেট বোমা। সঙ্গে সঙ্গেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
আরও পড়ুন : ভোররাতে বিকট শব্দে ভাঙল ঘুম! গ্যাস সিলিন্ডার ফেটে বারুইপুরে বিধ্বংসী আগুন, ছাই তিনটি কাঠের দোকান
advertisement
স্থানীয়রা বিন্দুমাত্র দেরি না করে পুলিশের জারি করা হেল্পলাইন নাম্বারে খবর দেন। খবর পাওয়ামাত্রই বহরমপুর থানার পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দ্রুত গোটা এলাকা কর্ডন করে দেয় এবং আশেপাশের লোকজনের গতিবিধি নিয়ন্ত্রণ করে।
কী কারণে এই জনবহুল এলাকার কাছে মাঠে বোমা মজুত করা হল, তার তদন্ত শুরু করেছে পুলিশ। বোমাটি উদ্ধারের পর তা নিস্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনা কি কোনও বড় ষড়যন্ত্রের অংশ, না কি স্থানীয় স্তরের কোনও গোলমালের জের, তা খতিয়ে দেখছে বহরমপুর থানার পুলিশ।
