রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে গড়বেতা স্টেশন সংলগ্ন শিলাই হল্টের কাছে৷ জানা গিয়েছে, সেই সময় ওই রেল লাইন ধরে যাচ্ছিল ভুবনেশ্বর থেকে নয়াদিল্লিগামী রাজধানী এক্সপ্রেস৷ আচমকাই শিলাই হল্ট স্টেশনের কাছে বিকট শব্দ শুনে দাঁড়িয়ে পড়ে রাজধানী এক্সপ্রেস৷ সঙ্গে সঙ্গেই ঘটনার কথা পিয়ারডোবা স্টেশনে জানান ট্রেনের চালক এবং গার্ড৷
এই ঘটনার পরই সতর্কতা হিসেবে সাময়িক ভাবে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ৷ রাতেই ঘটনাস্থলে এসে পৌঁছয় রেল পুলিশের কুকুর সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনাস্থলে আসেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। সোমবার সকালেও ফের ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিকরা। যেহেতু জঙ্গলমহল এলাকায় মাওবাদীদের ডাকা বন্ধের দিনে এ ধরনের ঘটনা ঘটেছে তাই কোথাও ফাঁকফোকর রাখতে চাইছে না রেল আধিকারিকরা।
advertisement
ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। পাশাপাশি একটি ফরেন্সিক টিমও ঘটনাস্থলে আসছে বলে রেল সুত্রে খবর।
এই ঘটনায় বড়সড় কোনও ক্ষতি না হলেও বিষয়টিকে হাল্কা ভাবে নিচ্ছে না রেল৷ পুলিশ প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে৷ জঙ্গলমহলের রেল পথের অন্যত্র যাতে এই ধরনের কোনও ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে নজরদারি বাড়িয়েছে রেল৷