আরও পড়ুন: বোটানিক্যাল গার্ডেনে প্রকৃতি পাঠ, বইয়ের গাছ চোখের সামনে দেখে উচ্ছ্বাস
উত্তর ২৪ পরগনার বসিরহাট-১ ব্লকের শাকচুড়া বাগুন্ডি পঞ্চায়েতের ইটিন্ডা ঘাট ধলতিথা কৃষ্ণা ভাটার চিমনি ভেঙে চারজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় একাধিক শ্রমিক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। বুধবারের এই ঘটনার পর বৃহস্পতিবার তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছে সব কিছু খুঁটিয়ে দেখে। তাতেই জানা যায়, ৩০ বছরের পুরনো এই ভাটা। এখানে গত কয়েক বছর ধরে চিমনির রক্ষণাবেক্ষণ হয়নি। শীতে ভাটার মরশুম শুরু হয়। মূলত রক্ষণাবেক্ষণের অভাবেই চিমনিতে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিক অনুমান।
advertisement
বুধবার সন্ধেতে ভাটার চিমনির তলায় আগুন দিতেই ১২০ ফুটের এই চিমনিতে বিস্ফোরণ হয়। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তলায় দাঁড়িয়ে থাকা দক্ষ শ্রমিক সহ অন্য ভাটার মালিকরা গুরুতর জখম হন। হাসপাতালে ভর্তি দু’জনের মৃত্যু হয়। এদিকে ধ্বংসস্তূপের নিচে পড়েছিল দু’জনের দেহ। আরও বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ইতিমধ্যে ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ শেষ হয়েছে। প্রশাসন উদ্ধারকাজ প্রায় শেষ করে এনেছে। তবে মৃত ও আহতদের ক্ষতিপূরণের বিষয়ে এখনও কোনও কিছু ঘোষণা করা হয়নি।
জুলফিকার মোল্লা






