TRENDING:

South 24 Parganas News: মধ্যরাতে বিস্ফোরণে কেঁপে উঠল দঃ ২৪ পরগনার এই এলাকা, কারণ অনুসন্ধান করতে গিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য 

Last Updated:

South 24 Parganas News: ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মোট ৫ জন কারখানার শ্রমিককে আহত অবস্থায় চিকিৎসার জন্য পাঠায় স্থানীয় একটি নার্সিংহোমে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালীতলা : শুক্রবার ও শনিবারের সংযোগস্থলের মধ্যরাতে কেঁপে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার কালীতলা থানার অন্তর্গত চট্টা গ্রাম পঞ্চায়েত এলাকা। একটি প্যান্ট তৈরির কারখানায় বিস্ফোরণের খবরে যথারীতি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মোট ৫ জন কারখানার শ্রমিককে আহত অবস্থায় চিকিৎসার জন্য পাঠায় স্থানীয় একটি নার্সিংহোমে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে রাতের মধ্যেই স্থানান্তর করা হয় এসএসকেএম হাসপাতালে। পুলিশ প্রাথমিক তদন্ত করে ঘটনাস্থল  মার্ক করে দিয়ে সিল করে দেয়।
কারখানায় বিস্ফোরণের খবরে যথারীতি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে
কারখানায় বিস্ফোরণের খবরে যথারীতি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে
advertisement

কিন্তু কীভাবে ঘটল এই ঘটনা? প্রত্যক্ষদর্শীদের মতে তারা কেবল মাঝরাতে বিকট এক শব্দ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এই দৃশ্য দেখতে পান। কিন্তু আসলে কী ঘটেছিল? চট্টা গ্রাম পঞ্চায়েত এলাকা ডেনিম  ট্রাউজার্স তৈরির জন্য বিখ্যাত। এলাকায় প্রায় প্রতি ঘরেই ডেনিম  ট্রাউজার্স তৈরি থেকে রং করা-সহ বিভিন্ন কাজ হয়। প্রশাসনিক সূত্রে খবর, যেখানে দুর্ঘটনাটি ঘটে সেটি আসলে একটি ডেনিম  ট্রাউজার্স ওয়াশ করার কারখানা। রাজ্যের বিভিন্ন জেলার শ্রমিকরা কাজ ও করতেন এই কারখানায়। রং ফেড বা ওয়াশ করার জন্য ব্যবহার করা হয় অ্যাসিড জাতীয় বেশ কিছু রাসায়নিক। অভিযোগ, এই ধরনের রাসায়নিক মজুত করাই ছিল কারখানায়। রাতের বেলায় ডিউটি শেষ হওয়ার পরেও শ্রমিকরা কারখানাতেই রাত কাটাতেন।

advertisement

আরও পড়ুন :  কাণ্ড দেখে মাথায় হাত! বিনা বাধায় গাড়িতে ঘুরছে ছাগল চুরিতে অভিযুক্তরা

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পুলিশের প্রাথমিক অনুমান, এই রাসায়নিক নিয়ে শ্রমিকরা নিজেদের মতো ঢালাঢালি করতে গিয়েই বিপত্তি বাধে। সেই সময়ে রাসায়নিকের গন্ধে অস্বস্তি বোধ করেন তাঁরা। ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেন সেই রাসায়নিক। ড্রামের ঢাকনা খুলে ড্রেনের কাছে ফেলতে গিয়েই জোরালো বিস্ফোরণ ঘটে বলে খবর। যে শ্রমিক ড্রাম খুলে ফেলতে গিয়েছিলেন, তৎক্ষণাৎ ঝলসে যান তিনি। বিস্ফোরণের তীব্রতায় কারখানার কাচের জানালাগুলি ভেঙে পড়ে। কাচের জানালা ভেঙে আহত হন আরও কয়েকজন। তাঁদের ভর্তি করা হয় স্থানীয় একটি নার্সিংহোমে। কারখানার বাইরের অংশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। কারওর গাফিলতি প্রমাণিত ব্যবস্থা নেওয়া হবে পুলিশের তরফে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: মধ্যরাতে বিস্ফোরণে কেঁপে উঠল দঃ ২৪ পরগনার এই এলাকা, কারণ অনুসন্ধান করতে গিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল