West Burdwan News : কাণ্ড দেখে মাথায় হাত! বিনা বাধায় গাড়িতে ঘুরছে ছাগল চুরিতে অভিযুক্তরা

Last Updated:

West Burdwan News : কাঁকসা থানা এলাকার দোমরা এলাকা থেকে একটি গাড়িকে ধাওয়া করে কাঁকসা থানার পুলিশ। গাড়িটিকে ধাওয়া করে পানাগর মিনি বাজার এলাকায় পাকড়াও করতে সক্ষম হন পুলিশ কর্মীরা। 

+
এই

এই গাড়িতে নাটক করেছে কাঁকসা থানার পুলিশ।

নয়ন ঘোষ, কাঁকসা, পশ্চিম বর্ধমান : কাণ্ড জানলে অবাক হয়ে যেতে পারেন আপনিও। যেখানে আপনি সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করে হয়তো বাইকে ঘুরে বেড়ান, সেখানে অভিযুক্ত ছাগল চোরের দল ঘুরছে চারচাকা গাড়িতে। অভিযোগ, আবার সেই গাড়িতেই সুযোগ বুঝে তুলে নিচ্ছে ছাগল। তার পর বিক্রি করা হচ্ছে চড়া দামে। আর তেমন দুই ছাগল চোরকে হাতেনাতে ধরলো কাঁকসা থানার পুলিশ। কয়েক কিলোমিটার রাস্তা ধাওয়া করে এক যুবককে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। সঙ্গে আটক করা হয়েছে চুরির কাজে ব্যবহৃত গাড়িটিও।
জানা গিয়েছে, এদিন সন্দেহজনক গতিবিধি দেখে কাঁকসা থানা এলাকার দোমরা এলাকা থেকে একটি গাড়িকে ধাওয়া করে কাঁকসা থানার পুলিশ। গাড়িটিকে ধাওয়া করে পানাগর মিনি বাজার এলাকায় পাকড়াও করতে সক্ষম হন পুলিশ কর্মীরা। তখনই গাড়িতে থাকা দুজনের কর্মকাণ্ড দেখে অবাক হয়ে গিয়েছেন তারা। অভিযোগ, দুজন যুবক ছাগল চুরির কাজে বেরিয়েছিল একটি চারচাকা গাড়ি নিয়ে। এই গাড়িতে করে বিভিন্ন জায়গা থেকে ছাগল চুরি করে পরে চড়া দামে বিক্রি করা হত। যদিও পুলিশ দেখে এক অভিযুক্ত যুবক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে অন্য একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পাশাপাশি আটক করা হয়েছে ওই ছোট গাড়িটি। একইসঙ্গে গাড়ি থেকে চারটি ছাগল উদ্ধার করা হয়েছে।
advertisement
আরও পড়ুন : বাঘ, সাপের উপদ্রব এড়াতে বন দফতরের উদ্যোগে সুন্দরবনের জঙ্গল লাগোয়া গ্রামে সৌর আলো
স্থানীয়দের অভিযোগ, মাঝেমধ্যেই এলাকা থেকে দু - একটি করে ছাগল উধাও হয়ে যাচ্ছিল। এই বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ পেয়েছিল পুলিশ। তার মধ্যেই ওই গাড়িটির সন্দেহজনক গতিবিধি পুলিশ দেখতে পায়। এরপর গাড়িটিকে ধাওয়া করে অভিযুক্ত এক ছাগল চোরকে আটক করা সম্ভব হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই বিষয়ে আরও তথ্য পেতে চাইছে। একইসঙ্গে এই ছাগল চুরির চক্র কীভাবে চলত এবং কোথায় কোথায় সক্রিয় রয়েছে, তাও জানার চেষ্টা চালাচ্ছে কাঁকসা থানা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News : কাণ্ড দেখে মাথায় হাত! বিনা বাধায় গাড়িতে ঘুরছে ছাগল চুরিতে অভিযুক্তরা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement