TRENDING:

Crime News: রাতের অন্ধকারেই লোপাট...! মেমারিতে ঘটে গেল ভয়াবহ কাণ্ড! শুনলে তাজ্জব হবেন

Last Updated:

Crime News: আবার চুরি। এবারও ফের চন্দন গাছ চুরির ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের মেমারি থানা এলাকায়। মেমারির কলানবগ্রাম শিক্ষা নিকেতন থেকে সোমবার রাতে দুটি চন্দন গাছ চুরি হয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: আবার চুরি। এবারও ফের চন্দন গাছ চুরির ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের মেমারি থানা এলাকায়। মেমারির কলানবগ্রাম শিক্ষা নিকেতন থেকে সোমবার রাতে দুটি চন্দন গাছ চুরি হয়েছিল। সেই ঘটনার এখনও কিনারা হয়নি। তার মধ্যেই আবারও চন্দন গাছ কেটে নিয়ে গেল দুষ্কৃতীরা। মেমারি থানার কোথায় ঘটল এমন ঘটনা?
কুল কিনারা করতে পারছে না পুলিশ, ফের চন্দন গাছ চুরি মেমারিতে
কুল কিনারা করতে পারছে না পুলিশ, ফের চন্দন গাছ চুরি মেমারিতে
advertisement

পূর্ব বর্ধমানের মেমারি শিক্ষা নিকেতনের চন্দন গাছ চুরির রেশ কাটতে না কাটতেই আবারও চন্দন গাছ চুরির ঘটনা ঘটল পূর্ব বর্ধমান জেলার মেমারি ১নম্বর ব্লকের দলুই বাজার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলানবগ্রামের কাছে পশ্চিম কলুপুকুর এলাকায়। তা কলানবগ্রাম শিক্ষা নিকেতন বা সতীশ চন্দ্র বিদ্যানিকেতনের ঢিল ছোড়া দূরত্বে।

আরও পড়ুন-বেরিয়ে এল সত্যিটা…! ICU-তেও ভর্তি ছিলেন মুকুল, কী হয়েছিল বলি অভিনেতার? মৃত্যুর আসল কারণ কি ‘এটা’ই

advertisement

বৃহস্পতিবার গভীর রাত্রে পশ্চিম কলুপুকুর পাড়ার ভোলানাথ মালিকের পুকুরের পাড়ে চুরির ঘটনা ঘটে। ওই পুকুর পাড়ে কয়েকটি বহুমুল্য সাদা চন্দন গাছ লাগানো ছিল। তার মধ্যে দুটি চন্দন গাছ ও একটি চন্দন গাছের অর্ধেক অংশ গভীর রাতে দুষ্কৃতীরা কেটে নিয়ে গেছে। শুক্রবার সকালে গাছের মালিক ভোলানাথ মালিক মেমারি থানায় অভিযোগ দায়ের করেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

আরও পড়ুন-মাত্র ৫৪-তে ঢলে পড়লেন মৃত্যুর কোলে! কী হয়েছিল জনপ্রিয় বলি অভিনেতার? নায়কের ব্যক্তিগত জীবন জানলে আঁতকে উঠবেন…

এ ব্যাপারে ভোলানাথ বাবু বলেন, অনেক গাছ শিক্ষানিকেতন থেকে এনে  আট দশ বছর আগে বসানো হয়েছিল। এর মধ্যে কয়েকটি বহু মূল্যের শ্বেত চন্দন গাছও রয়েছে। সকালে উঠে দেখি এই কাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতীরা। এর ফলে উদ্বেগে রয়েছি। আবার যে দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটাবে না তার নিশ্চয়তা কোথায়? সে কারণে এবার রাত পাহারার ব্যবস্হা করতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

কলানবগ্রাম শিক্ষা নিকেতনের ভেতর থেকে একই কায়দায় দুটি বহুমূল্য সাদা চন্দন গাছে কেটে নিয়ে যায় দুষ্কৃতীরা।  সেখানকার অধ্যক্ষ মেমারি থানা ও বনদফতরের কাছে অভিযোগ জানান। স্থানীয় বাসিন্দারাও দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। এর মধ্যে শিক্ষা নিকেতনের আধ কিলোমিটার দূরেই আবার চন্দন গাছ চুরি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: রাতের অন্ধকারেই লোপাট...! মেমারিতে ঘটে গেল ভয়াবহ কাণ্ড! শুনলে তাজ্জব হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল