আরও পড়ুন: এবার অন্য নজির বৈভবের, ১৪ বছর বয়সে দেশের শিশু-কিশোরদের সর্বোচ্চ সম্মান পেলেন সূর্যবংশী
ভাট বাঁধ খিষ্ট্রান কমিউনিটি এই আয়োজন করে আসছে। এই এলাকায় কয়েক হাজার খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষদের বসবাস। তাই বড়দিন থেকে নববর্ষ পর্যন্ত এই ভাবেই আলোর সাজে সেজে থাকে গোটা এলাকা। এ বিষয়ে আয়োজকদের মধ্যে অন্যতম সরজিত সামিয়ন বলেন, প্রতিবছর তারা এই ভাবেই তারা সেলিব্রেট করেন। ২৪ থেকে ১ তারিখ পর্যন্ত পরপর বিভিন্ন অনুষ্ঠান থাকে। প্রভু যীশুর জন্মদিনের পাশাপাশি নতুন বছরকে স্বাগত জানাতে তারা আলোর সাজে সাজিয়ে তোলে চারিদিক।
advertisement
পুরুলিয়াতেই তারা এক টুকরো পার্ক স্ট্রিটের আমেজ তৈরি করেছেন। বিগত কুড়ি বছর ধরে এই ভাবেই তারা ক্রিসমাস থেকে নিউ ইয়ার সেলিব্রেট করছেন। এ বিষয়ে এলাকার এক যুবক শ্যামল প্রতি কাশ্যপ বলেন, শহরের বিভিন্ন জায়গায় আলোর সাজে সেজে ওঠে এই সময়। তার মধ্যে অন্যতম তাদের এই এলাকার। যে-ভাবে কলকাতার পার্ক স্ট্রিটে সেলিব্রেট হয়। ঠিক একইভাবে তাদের এই ভাট বাঁধেও ক্রিসমাস থেকে নিউ ইয়ার পর্যন্ত সেলিব্রেশন চলে। এই সময় যেন এক টুকরো পার্ক স্ট্রিটে পরিণত হয় পুরুলিয়ার ভাট বাঁধ।
বড়দিন থেকে নিউ ইয়ার। চারিদিকে উৎসবের চেহারা। একদিকে যেমন থাকে বেড়ানোর প্ল্যান তেমনই থাকে নতুন বছরের আগমনের উৎসাহ। আর সেই জায়গায় শহর পুরুলিয়ার ভাট বাঁধ এলাকা যেন কলকাতার স্বাদ উপভোগ করায় পুরুলিয়াবাসীকে।