দুর্গাপুজোয় এক অন্য ছবি। ১৪৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ভারত দ্বিতীয় অর্ধে ইনিং শুরু করে। শুরুতেই বড় ধাক্কা, এশিয়া কাপে সবথেকে বেশি রান সংগ্রহকারী এবং ভারতীয় দলে এই টুর্নামেন্টের সব থেকে নির্ভরযোগ্য ব্যাটিং অভিষেক শর্মা ছয় বলে পাঁচ রান করে আউট হলে ১৪০ কোটি মানুষের হৃদয় ভেঙে যায়। এদিকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, ষষ্ঠীর সন্ধ্যা অনেকেই প্রতিমা দর্শনে বেরিয়ে পড়েন। ভেবেছিলেন এশিয়া কাপ ফাইনাল জয় হয়তো আর হল না।
advertisement
আরও পড়ুনঃ ধেয়ে আসছে ভয়ঙ্কর বৃষ্টি…! কবে থেকে কলকাতা-সহ ভাসবে বাংলা? জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ মমতার
তিলক বর্মা এবং শিবম দুবে সেই ধারণা বদলে দিয়ে ভারতীয় দলকে জয়ের দোরগোড়ায় এনে দেয়। ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানে ভীষণ উত্তেজনার। আর এই দিনের ম্যাচ ছিল আরও উত্তেজনার। জাতীয় সড়ক সংলগ্ন পাঁচলা নেতাজি সংঘের মাঠে মণ্ডপ তৈরি হওয়া থেকেই মানুষের আকর্ষণ। সেই মণ্ডপের প্রবেশ পথে টানটান উত্তেজনার ভারত পাকিস্তান খেলা চলছে। টিভির পর্দায় চোখ পড়তেই দর্শকদের পা থমকে পড়ল। শেষের কয়েক ওভার আরও উত্তেজনা, আর শেষ দু ওভার আরও আকর্ষণীয়। ওভার বাউন্ডারি মারার চেষ্টা করতে গিয়ে শিবম দুবে আউট। খেলা এসে পৌঁছয় শেষ ওভারে, ৬ বলে ১০ রান বাকি হাতে পাঁচ উইকেট। ননস্টাইকে দৃপ্ত শিখা তিলিক ভার্মা, মাঠে নামল রিংকু সিং। আরও উত্তেজনা বাড়িয়ে দেয় কয়েক গুণ।
বিগত দুটি ম্যাচের মতোই দাপটের সঙ্গে ২ বল বাকি থাকে ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয় ভারত। টিভির পর্দায় ভারতীয় দল ভারতীয় কোচ বিজয়া আনন্দে মেতে উঠেছে। পাকিস্তানকে পরাজিত করে ভারতীয় দলের জয় উচ্ছ্বসিত আনন্দিত উল্লাসে মেতে উঠল পুজো মণ্ডপে আসা দর্শনার্থীরাও। অন্য ছবি ধরা দিল হাওড়া জেলা গ্রামীণের পাঁচলা মোড় নেতাজি সংঘের মাঠে।