TRENDING:

চিকিৎসা বিজ্ঞানে বিরলতম, মহিলার ২ জরায়ুতে ২ সন্তান

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বনগাঁ: একটি নয়, দুটি জরায়ু। আর দুটির মধ্যেই সন্তান। একটিতে ছেলে। আর অন্যটিতে মেয়ে। প্রসব করাতে গিয়ে বিস্মিত চিকিৎসক। দুই জরায়ুতে দুই শিশু থাকার ঘটনা চিকিৎসা বিজ্ঞানে বিরলতম। সফল অস্ত্রোপচারের পর বনগাঁর টুম্পা রায় ও দুই সন্তান সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
advertisement

মহিলার দুই জরায়ুতে দুই শিশু। যমজ সন্তানের জন্ম দেওয়ার ঘটনা নতুন নয়। তেমনই মহিলাদের শরীরে দুটি জরায়ু থাকা ঘটনাও বিরল না। কিন্তু দুই জরায়ুতেই সন্তান থাকার ঘটনা বিরলতম। বনগাঁর গোপালনগরের চালকি গ্রামেরা বাসিন্দা টুম্পা রায়। কর্মসূত্রে তাঁর স্বামী বাইরে থাকেন। এদিন সকালে সন্তানসম্ভবা টুম্পাকে বনগাঁর একটি নার্সিংহোমে ভরতি করা হয়। অপরেশন টেবিলে ধরা পড়ে এই ঘটনা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

চিকিৎসক বিশ্বজিৎ হালদার জানিয়েছেন, টুম্পা কন্যাসন্তানটির প্রসব স্বাভাবিক প্রক্রিয়াতেই হয়েছে। কিন্তু অস্ত্রোপচার করে পুত্র সন্তানটি প্রসব করাতে হয়। সফর অস্ত্রোপচারের পর মা দুই সন্তানই সুস্থ আছেন। মা ও দুই সন্তানকে সুস্থ অবস্থায় বাড়ি ফেরত পাঠানোই এখন লক্ষ্য চিকিৎসকদের।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চিকিৎসা বিজ্ঞানে বিরলতম, মহিলার ২ জরায়ুতে ২ সন্তান