TRENDING:

RG Kar Protest: জুনিয়র ডাক্তারদের পেনশনের টাকা দিলেন প্রাক্তন শিক্ষিকা, জানালেন তাঁর মতামত

Last Updated:

নির্যাতিতার বিচারের দাবিতে চলুক আন্দোলন! পেনশনের টাকা দিলেন প্রাক্তন শিক্ষিকা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: গত মাসের ৯ তারিখ আর জি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে এক ডাক্তারি পড়ুয়াকে নৃশংস ভাবে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠে।আর এই ঘটনার পরেই কার্যত ওলট-পালট হয়ে যায় রাজ্য রাজনীতি। দফায় দফায় বিক্ষোভ মিছিল কর্মবিরতি চলে সর্বোপরি সাধারণ মানুষের মধ্যে।সাধারণ মানুষের মুখে একটাই কথা ‘জাস্টিস ফর আর জি কর’।সকলের একটাই দাবি আসল যারা দোষী রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে এমন সাজা দিতে হবে যাতে আর কেউ এরকম ভুল করার ক্ষমতা না পায়।
advertisement

তবে এর মাঝে ‘আন্দোলন চলতে থাক’ এই বার্তা নিয়ে বিচারের জন্য পেনশন -র অর্থ দান করলেন প্রাক্তন শিক্ষিকা! কী শুনে অবাক হচ্ছেন তবে অবাক হওয়ার কিছুই নেই এটাই আসল সত্যি। নিজের প্রয়োজনকে উপেক্ষা করে প্রাক্তন শিক্ষিকা আন্দোলন দীর্ঘজীবির পক্ষে সাওয়াল করেছেন৷ নির্যাতিতা বিচার পাক, তিলোত্তমরা নির্ভয় থাকুক এই উদ্দেশে আরজি কর আন্দোলনের জন্য অর্থ প্রদান করেন শিক্ষিকা। নিজের পেনশন এর ১০ হাজার টাকা দিলেন শান্তিনিকেতনের বসবাসকারী অবসরপ্রাপ্ত শিক্ষিকা স্নেহময়ী সরকার।

advertisement

আরও পড়ুনFlood Situation: বহু কৃষি জমি জলের তলায়,ডুবছে আস্ত বাড়ি! কোথায় কত ক্ষতির আশঙ্ক?

নির্যাতিতার জন্য রাত জাগছেন আন্দোলনকারীরা, চিকিৎসকরা আন্দোলন করছেন। এই প্রতিবাদ চালিয়ে যেতে গেলে অর্থের প্রয়োজন রয়েছে৷ এই কথায় ভেবে প্রাক্তন শিক্ষিকা বীরভূমের বাসিন্দা স্নেহময়ী সরকার এই পদক্ষেপ নেন।এক সময় পেশায় ছিলেন শিক্ষিকা।তবে এখন কিন্তু অবসর প্রাপ্ত।

advertisement

View More

আরও পড়ুন Weight Loss Before Durga Puja: জেদি মেদ ঝড়বে ঝপঝপ, এই ডাল পুষ্টির খনি, রোজ এক বাটি খেলে মেটিবলিজম বাড়বে, শরীরে আসবে জেল্লা

তিনি জানান,”ছেলেগুলোর কী করে চলবে বা অন্য অনেক কাজ থাকে,একটা আন্দোলন চালাতে গেলে প্রচুর কাজ থাকে সঙ্গে প্রয়োজন টাকার।তাই আমার এটুকু টাকা ছেলেরা কাজে লাগাক।যদি কাজে লাগে তাহলে আমি ধন্য মনে করব।আমার একটা দাবি বিচার হোক,ওর বাবা-মা কে দেখতে পর্যন্ত দেয়নি ,বাবা মা এর সারা জীবনের শান্তি চলে গেল।আরও তো ছেলে-মেয়ে রয়েছে তাদের কপাল যেন এরকম না হয়।একটা উপযুক্ত শাস্তি হলে কিছুটা হলেও এই অপরাধ কমতে পারে।” তবে সবমিলিয়ে প্রাক্তন শিক্ষিকার এই মানসিকতাকে কুর্নিশ জানাচ্ছেন এলাকার বাসিন্দারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
RG Kar Protest: জুনিয়র ডাক্তারদের পেনশনের টাকা দিলেন প্রাক্তন শিক্ষিকা, জানালেন তাঁর মতামত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল