তবে এর মাঝে ‘আন্দোলন চলতে থাক’ এই বার্তা নিয়ে বিচারের জন্য পেনশন -র অর্থ দান করলেন প্রাক্তন শিক্ষিকা! কী শুনে অবাক হচ্ছেন তবে অবাক হওয়ার কিছুই নেই এটাই আসল সত্যি। নিজের প্রয়োজনকে উপেক্ষা করে প্রাক্তন শিক্ষিকা আন্দোলন দীর্ঘজীবির পক্ষে সাওয়াল করেছেন৷ নির্যাতিতা বিচার পাক, তিলোত্তমরা নির্ভয় থাকুক এই উদ্দেশে আরজি কর আন্দোলনের জন্য অর্থ প্রদান করেন শিক্ষিকা। নিজের পেনশন এর ১০ হাজার টাকা দিলেন শান্তিনিকেতনের বসবাসকারী অবসরপ্রাপ্ত শিক্ষিকা স্নেহময়ী সরকার।
advertisement
আরও পড়ুনFlood Situation: বহু কৃষি জমি জলের তলায়,ডুবছে আস্ত বাড়ি! কোথায় কত ক্ষতির আশঙ্ক?
নির্যাতিতার জন্য রাত জাগছেন আন্দোলনকারীরা, চিকিৎসকরা আন্দোলন করছেন। এই প্রতিবাদ চালিয়ে যেতে গেলে অর্থের প্রয়োজন রয়েছে৷ এই কথায় ভেবে প্রাক্তন শিক্ষিকা বীরভূমের বাসিন্দা স্নেহময়ী সরকার এই পদক্ষেপ নেন।এক সময় পেশায় ছিলেন শিক্ষিকা।তবে এখন কিন্তু অবসর প্রাপ্ত।
তিনি জানান,”ছেলেগুলোর কী করে চলবে বা অন্য অনেক কাজ থাকে,একটা আন্দোলন চালাতে গেলে প্রচুর কাজ থাকে সঙ্গে প্রয়োজন টাকার।তাই আমার এটুকু টাকা ছেলেরা কাজে লাগাক।যদি কাজে লাগে তাহলে আমি ধন্য মনে করব।আমার একটা দাবি বিচার হোক,ওর বাবা-মা কে দেখতে পর্যন্ত দেয়নি ,বাবা মা এর সারা জীবনের শান্তি চলে গেল।আরও তো ছেলে-মেয়ে রয়েছে তাদের কপাল যেন এরকম না হয়।একটা উপযুক্ত শাস্তি হলে কিছুটা হলেও এই অপরাধ কমতে পারে।” তবে সবমিলিয়ে প্রাক্তন শিক্ষিকার এই মানসিকতাকে কুর্নিশ জানাচ্ছেন এলাকার বাসিন্দারা।
সৌভিক রায়