রুপা গাঙ্গুলির হাসপাতাল পরিদর্শন
অভিনয় জগতে যে সকল অভিনেতা অভিনেত্রী রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন রুপা গাঙ্গুলি। তিনি তার অভিনয় জগতে আলাদাভাবে নাম কেড়েছিলেন দ্রৌপদীর চরিত্রে অভিনয় করে। এখনও গ্রাম বাংলার বহু মানুষ রয়েছেন যারা রূপা গাঙ্গুলিকে অভিনেত্রী হিসেবেই সবচেয়ে বেশি চেনেন এবং তাকে দ্রৌপদীর চরিত্রেই চেনেন। এই রূপা গাঙ্গুলী আচমকা রবিবার হাজির হন পুরুলিয়ার ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।
advertisement
আরও পড়ুন: তিলপাড়ায় ভয়ঙ্কর কাণ্ড! মাছ ধরাকে ঘিরে হাতাহাতি যুবকদের, তারপর যা ঘটল, জানলে অবাক হবেন
রুপা গাঙ্গুলি রবিবার পুরুলিয়ার ঝালদা স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে এসে রোগী এবং রোগীর আত্মীয় পরিজনদের সঙ্গে কথা বলেন। এছাড়াও হাসপাতালের পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে শৌচালয় ইত্যাদি ঘুরে দেখেন। হাসপাতালের পরিকাঠামো পরিদর্শন করতেই তার আগমন বলে জানা যাচ্ছে। যদিও এই পরিদর্শন সম্পর্কে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছু জানান নি।
রুপা গাঙ্গুলী একজন জনপ্রিয় অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি বিজেপির রাজ্যসভার প্রাক্তন সাংসদ ছিলেন। তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য। স্বাভাবিকভাবেই তার এমন হাসপাতাল পরিদর্শনকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে সেই সকল প্রশ্নের উত্তর কিন্তু এখনও পর্যন্ত অধরা। অন্যদিকে সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে এমন হাসপাতাল পরিদর্শন নিয়ে তিনি সোমবার একটি সাংবাদিক বৈঠক করলেও করতে পারেন।