মুর্শিদাবাদের সালার থানার হামিদহাটি পিলখুন্ডি গ্রামের ওই ভিক্ষুকের নাম নুর ইসলাম। স্থানীয় সূত্রে জানা যায়, ওই ভিক্ষুক বহু বছর ধরে ভিক্ষা করে পাওয়া সামান্য উপার্জন গোপনে একটি কলসিতে জমিয়ে মাটির নিচে পুঁতে রাখতেন। পুরনো কাঁচা বাড়িটি ভাঙার সময় শ্রমিকরা দেখতে পান মাটির নিচে লুকানো কলসি। খুলতেই বেরিয়ে আসে বছরের পর বছর সঞ্চিত টাকা। যার মধ্যে এখন আর চলাচলের বাইরে থাকা ২৫ পয়সা ও ২০ পয়সার কয়েনও ছিল। এখনও পর্যন্ত আনুমানিক প্রায় দু’লক্ষ টাকা উদ্ধার হয়েছে । ১০, ২০, ৫০ টাকা এমনকি একশো টাকা নিয়ে প্রায় এত পরিমাণ টাকা উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
advertisement
আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা! জয়পুরে মোটর সাইকেলকে ধাক্কায় ডাম্পারের, প্রাণ গেল দুই যুবকের
গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, নুর ইসলাম ও তার দাদা থাকতেন। কয়েক বছর আগেই তার দাদা প্রয়াত হয়েছেন। স্ত্রী আগেই সংসার ত্যাগ করে যাওয়ার কারণে নুর ইসলাম একাই থাকতেন।সালার, ভরতপুর সহ বিভিন্ন এলাকায় ভিক্ষা করেই সংসার চালাতেন। মাটির বাড়ি দীর্ঘদিন ধরেই ভেঙে পড়ছিল। আর ভেঙে পড়ার কারণে এগিয়ে আসেন স্থানীয় কিছু যুবক। আজকে মাটির বাড়ি ভাঙতে গিয়ে দেখা যায় মাটির কলসি উদ্ধার, আর সেখানে টাকার নোট ও ছোট ছোট কয়েন। আনুমানিক প্রায় দু’লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। সেই টাকা তার বাড়ি ঘরে কাজে লাগানো হবে বলেই জানা গিয়েছে।
গ্রামবাসীরা জানিয়েছেন, মানুষটির জীবনে তার ঘর ফেরাতে তাঁরা নতুন এক ঘর করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। আর সেই পথেই প্রকাশ্যে আসে তাঁর বহু বছরের পরিশ্রম ও কষ্টের এই নীরব সঞ্চয়। তবে ঘর থেকে দু’লক্ষ উদ্ধার হতেই তার হাতে সেই টাকা তুলে দেওয়া হবে বলেই জানা গিয়েছে।





