এদিন নদিয়ার শান্তিপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাইগাছি মোড়ে এক উচ্ছ্বাস সভা আয়োজিত হয়। যেখানে শহরের দুই ও আট নম্বরের কাউন্সিলর পুষ্পা দাস এবং রুপা ঘোষ কর সহ বিভিন্ন ওয়ার্ডের মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যা এবং নেতৃত্ব উপস্থিত ছিলেন। তারা নিজেদের মধ্যে সবুজ আবির মেখে আনন্দে মেতে ওঠেন। পথচারীদের বিতরণ করেন চকলেট।
advertisement
প্রায় পাঁচ শতাধিক মহিলা এদিন উপস্থিত ছিলেন এই সভায়। বিভিন্ন ওয়ার্ড নেতৃত্ব তাদের নিজে নিজে উপলব্ধি বর্ণনা করে বলেন, “বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে কখনও উত্তর প্রদেশ কখনও বা গুজরাট মহিলারা নিপীড়িত লাঞ্ছিত এ বাংলায় সুরক্ষিত মহিলা মহল। যারা বিগত দিনে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বানিয়েছিলেন তারা আজ বিভিন্ন সরকারি প্রকল্পের জেরে উপকৃত। তাই আগামী ২৪ এ নির্বাচনে কেন্দ্রের বর্তমান সরকারকে দূরে সরিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর সহযোগিতায় গড়ে উঠবে নতুন সরকার।”
নেত্রী মিঠু ধর চক্রবর্তী বলেন, “রাজনৈতিক বিরুদ্ধচারণের জন্য যারা বিরূপ মন্তব্য করছেন তারাও রাজ্য সরকারি সুফল পাচ্ছেন। জন্ম থেকে মৃত্যু শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকেই কোনও না কোনও প্রকল্পে উপকৃত। অথচ কেন্দ্রে বিজেপির সরকার থাকা সত্ত্বেও এ রাজ্যের সেই সরকারের কোনও জনমুখী প্রকল্প সাধারণ মানুষ পায় না। বরং উল্টে বেসরকারিকরণ বিলগ্নীকরণ ধর্মে ধর্মে বিদ্বেষ সৃষ্টি করে বাংলার সংস্কৃতি পরম্পরা নষ্ট করছে।”
Mainak Debnath