TRENDING:

ভোট শেষেও ভাঙড়ে উদ্ধার বোমা

Last Updated:

ভোট শেষেও ভাঙড়ে উদ্ধার বোমা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভাঙড়: পঞ্চায়েত নির্বচান শেষেও ভাঙড়ে মিলল বোমা। পোলেরহাটে গ্রামের রাস্তার ধারে বোমা উদ্ধার করে পুলিশ।
advertisement

রাজ্যু জুড়ে সবুজ ঝড়ের মধ্যেইও ভাঙড়ে খাতা খুলতে পেরেছেন বিরোধীরা ৷ যদিও এই জয়ে শেষ রক্ষা হয়নি ৷ শেষ পর্যন্ত সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে ঘাসফুলই ৷ কিন্তু তা সত্ত্বেও পাঁচটি গ্রাম পঞ্চায়েতের আসন নিজেদের ঝুলিতে পুরেছেন ভাঙড় জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির প্রার্থীরা। যে আটটির আসনে ভোট হয়েছিল তার মধ্যে বাকি তিনটিতে জিতেছে সবুজ শিবির ৷

advertisement

মাছিভাঙা, খামারাইট, টোনা, উড়িয়াপাড়া, ডিবডিবাতে বিজয়ী সেই পাঁচ প্রার্থীকে নিয়ে আজ সকালে ভাঙড়ের মাছিভাঙায় শুরু হয় বিজয় মিছিল ৷যে পাওয়ার গ্রিড প্রকল্প নিয়ে এত জলঘোলা, সেই গ্রিডের সামনে এসেও মিছিল করেন জয়ী প্রার্থীরা  ৷ বিজয় মিছিলে অংশ নেন পিডিএস নেতা সমীর পুততুণ্ড, আইনজীবী ভারতী মুৎসুদ্দি। ছিলেন ভাঙড়ের জমি আন্দোলনের নেতা অলীক চক্রবর্তীও। মিছিল মাছিভাঙা থেকে শুরু হয়ে বিভিন্ন গ্রাম ঘোরে।

advertisement

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে মনোনয়ন জমা দিয়ে ভাঙড়ে ৫ আসনে জয়ী জমিরক্ষা কমিটি

পঞ্চায়েত ভোটের কিছুদিন আগেই জমিরক্ষা কমিটি ও আরাবুল বাহিনীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড় ৷ দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন জমিরক্ষা কমিটির এক সদস্য ৷ এরপরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেফতার করা হয় এলাকার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা আরাবুল ইসলামকে ৷ সে সময়ই আটক করা হয়েছিল জমি কমিটিরও বেশ কয়েকজনকে ৷ আজ মিছিলে সেই ধৃতদের মুক্তির দাবি ওঠে জমিরক্ষা বাহিনীর তরফে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

 আরও পড়ুন-মহেশতলা বিধানসভার উপনির্বাচন ২৮ মে! পুরোদমে চলছে প্রচারকার্য

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভোট শেষেও ভাঙড়ে উদ্ধার বোমা