বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাতনি সোনালী কাজী শান্তি এবং সাম্য ফেরানোর ডাক দিয়েছেন। তিনি বলেছেন,কাজী নজরুল ইসলাম বরাবর লেখনীর মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার ডাক দিয়েছেন। সাম্য ফেরানোর ডাক দিয়েছেন। আবার তার লেখনীতেই জ্বলে উঠেছে বিদ্রোহের আগুন। পশ্চিম বর্ধমান জেলার চুরুলিয়ায় জন্মগ্রহণ করে তিনি বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে উঠেছেন। কিন্তু আজ বৈশ্বিক পরিস্থিতি দেখে চিন্তিত কবির পরিবার।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
সোনালী দেবী জানিয়েছেন, কবি আজীবন তার লেখনীর মাধ্যমে বিভিন্ন বার্তা দিয়েছেন। জীবন দিয়ে বুঝিয়ে গিয়েছেন তার বার্তা। কিন্তু মানুষ যদি এখন সেই বার্তা ভুলে যান, তাহলে মানব সমাজ বড় বিপদের সম্মুখীন হবে। তাই কবির সেই বার্তা মনের অন্তরে রেখে শান্তি এবং সাম্য ফেরানোর জন্য সবার এক হওয়া উচিত।
আরও পড়ুনঃ KKR News: কেকেআরের জন্য অধিনায়ক তৈরি করে দিয়েছে সিএসকে! বড় চমক! জানুন বিস্তারিত
কাজী নজরুল ইসলামের পরিবার থেকে আসা এই শান্তি বার্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে বিশ্বজুড়ে নানা জায়গায় যখন অশান্তির পরিবেশ সৃষ্টি হচ্ছে, এমন সময় শান্তি ফেরানোর ডাক যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং বড় ভূমিকা রাখবে বলেই তারা আশা প্রকাশ করেছেন। একইসঙ্গে তাদের প্রার্থনা, নতুন বছর নতুন করে শান্তি-বার্তা বয়ে আনুক।
নয়ন ঘোষ