একটি জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট দুর্গাপুরে এই পরিষেবা চালু করেছে। যার ফলে মাত্র ১০ মিনিটের মধ্যে আপনার প্রয়োজনীয় মুদি দোকানের সামগ্রী থেকে শুরু করে টাটকা শাকসবজি, ফলমূল, মাছ-মাংস সবকিছুই। আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। ৯৯ টাকার অর্ডার করলেই আপনি এই সুবিধা পাবেন। ২৯৯ টাকার ওপর অর্ডারে লাগবে না কোন ডেলিভারি চার্জ।
advertisement
আরও পড়ুন : মিলল কেন্দ্রের সার্টিফিকেট, নজরকাড়া পরিষেবায় নজর কাড়ল আসানসোল জেলা হাসপাতাল
এই পরিষেবা চালু হওয়ার ফলে প্রবীণ নাগরিকদের ব্যাপকভাবে সুবিধা হবে বলে দাবি করেছেন সংস্থার আধিকারিকরা। পাশাপাশি যাদের সারাদিনের রুটিনে চরম ব্যস্ততা থাকে, তাদের ক্ষেত্রেও এই পরিষেবা অনেকটা সুবিধা করে দেবে। দুর্গাপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ডাক স্টোর খুলেছে সংস্থাটি। সেখান থেকেই এই পরিষেবা দেওয়া হবে গোটা শহরজুড়ে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
এছাড়াও বিশেষ অফার দেওয়া হয়েছে সংস্থাটির তরফ থেকে। ক্রেতাদের প্রথম দশটি অর্ডারের জন্য কোনও রকম ডেলিভারি চার্জ দিতে হবে না। পরবর্তী ক্ষেত্রে ২৯৯ টাকার ওপর অর্ডারেও লাগবে না কোনও ডেলিভারি চার্জ। যদিও এখনই শহরের সবপ্রান্তিক এলাকাগুলিতে এই পরিষেবা পাওয়া যাবে না। তবে আগামী দিনে যাতে শহরের প্রত্যেকটি জায়গায় এই পরিষেবা পৌঁছে যায়, সেদিকে নজর রয়েছে সংস্থাটির।
নয়ন ঘোষ