এই পরিবেশকর্মীদের মধ্যেই একজন পাঁচলা দেউলপুর গ্রামের শুভঙ্কর কোলে। পরিবারে অভাব অনটন থাকলেও পরিবেশ নিয়েও চিন্তিত তিনি। দীর্ঘদিন এই পরিবেশ রক্ষার কাজে যুক্ত। গাছ লাগানো, বন্যপ্রাণী উদ্ধার এবং পরিবেশ রক্ষায় বনদফতরকে সহযোগিতা করাই তাঁর মূল মন্ত্র। নিজের পরিবার আর পরিবেশ এই হল শুভঙ্করের জগৎ।
আরও পড়ুন: এই গাছের মাত্র ‘একটি’ পাতা… সিদ্ধ খান বা রেঁধে, হার্ট ভাল রাখবে ৭০ বছর! ডায়াবেটিসের যম
advertisement
পরিবেশ ভালবেসে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে যাওয়ার কারণে বিপদ। রাতের অন্ধকারে তাঁর উপর অমানবিক আক্রমণ হওয়ার মূল কারণ বলেই জানান তিনি। জানা যায়, এই কাজের সঙ্গে যুক্ত থাকার ফলে আক্রান্ত হতে হয় তাঁকে। তাঁরই প্রতিবাদে পরিবেশ রক্ষা ও পরিবেশ কর্মীদের নিরাপত্তার দাবিতে বিশেষ কর্মসূচি।
শুভঙ্কর কোলের উপর এই বর্বরোচিত হামলার প্রতিবাদে হাওড়া জেলা পরিবেশ মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন পরিবেশ ও সমাজসেবা মূলক সংগঠনের পক্ষ থেকে মিছিল। দেওয়ানঘাট সংলগ্ন অন্নপূর্ণা ব্যায়াম সমিতি থেকে গঙ্গাধরপুর পর্যন্ত পদযাত্রা হয়। হাওড়া জেলা তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন সংগঠনের সদস্যরা এই পদযাত্রায় হাজির ছিলেন।
রাকেশ মাইতি