জানা গিয়েছে, শিবের মাথায় জল ঢালার সঙ্গে চারা গাছ উপহার হিসেবে তুলে দেওয়া উদ্যোগ নিয়েছে একদল পরিবেশপ্রেমী। সঞ্জীব দাস, সুমন ফুলমালি, রোমিও দান, পবন মাল, প্রকাশ দাস, অমিতাভ চৌধুরী, দীপঙ্কর দাস তাদের উদ্যোগেই তুলে দেওয়া হচ্ছে এই চারা গাছ। তাঁদের এই কর্মকাণ্ডে সাড়া পড়ে যায় মন্দির চত্বরে।
আরও পড়ুন: তোলপাড় করা আবহাওয়া…শিগগির বাড়ি ঢুকুন! ধেয়ে আসছে প্রবল ঝোড়ো হাওয়া, মুষলধারে বৃষ্টি…
advertisement
এই চন্দনবাটি শিবমন্দিরে শ্রাবণ মাসে দৈনন্দিন প্রায় ১২০০ জন পুণ্যার্থী উপস্থিত হচ্ছেন। আর আগত পুণ্যার্থীদের উপহার দেওয়া হয় বিভিন্ন ফল ও বনজ গাছের চারা। যার মধ্যে ছিল মেহগনি, বকুল, পেয়ারা, লেবু ইত্যাদি। উদ্দেশ্য একটাই ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি মানুষকে পরিবেশ রক্ষায় আরও বেশি করে সচেতন করে তোলা।
আরও পড়ুন: ‘চারটে লোক এল বাড়িতে…বলল আধার কার্ড দেখান,’ দিল্লির সেই সাজিনুর, যার কথা বলেছিলেন মমতা
এই উদ্যোগ সম্পর্কে উদ্যোক্তারা জানান, “শিব ভক্তরা যেমন ভাবে গঙ্গাজল নিবেদন করে মহাদেবকে তুষ্ট করেন, তেমনি প্রকৃতিকে তুষ্ট করাও জরুরি। এই চারাগাছ যেন ভক্তদের মাধ্যমে প্রকৃতি রক্ষায় এক নতুন শপথ হয়।”
স্থানীয়দের মতে, এই অভিনব উদ্যোগ যেমন পরিবেশের প্রতি সচেতনতা বাড়াবে, তেমনি শ্রাবণ মাসের ধর্মীয় আবেগকে আরও অর্থবহ করে তুলবে।