TRENDING:

শিব ভক্তদের হাতে চারাগাছ তুলে দিয়ে পরিবেশ সচেতনতার বার্তা সাগরদিঘীতে

Last Updated:

শ্রাবণ মাস মানেই ভক্তিভরে শিবের আরাধনা। শ্রাবণের নিত্যদিন শিবমন্দিরে শিবভক্তদের ঢল এখন যেন চিরাচরিত দৃশ্য। ঠিক এই শ্রাবণ মাসে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ দেখা গেল মুর্শিদাবাদের সাগরদিঘীতে। সাগরদিঘীর চন্দনবাটি শিব মন্দির বহু বছরের প্রাচীন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তন্ময় মন্ডল, সাগরদিঘী: শ্রাবণ মাস মানেই ভক্তিভরে শিবের আরাধনা। শ্রাবণের নিত্যদিন শিবমন্দিরে শিবভক্তদের ঢল এখন যেন চিরাচরিত দৃশ্য। ঠিক এই শ্রাবণ মাসে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ দেখা গেল মুর্শিদাবাদের সাগরদিঘীতে। সাগরদিঘীর চন্দনবাটি শিব মন্দির বহু বছরের প্রাচীন। আর এই চন্দনবাটি শিবমন্দিরে শিবের মাথায় জল ঢালতে আসা ভক্তদের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হল চারাগাছ।
advertisement

জানা গিয়েছে, শিবের মাথায় জল ঢালার সঙ্গে চারা গাছ উপহার হিসেবে তুলে দেওয়া উদ্যোগ নিয়েছে একদল পরিবেশপ্রেমী। সঞ্জীব দাস, সুমন ফুলমালি, রোমিও দান, পবন মাল, প্রকাশ দাস, অমিতাভ চৌধুরী, দীপঙ্কর দাস তাদের উদ্যোগেই তুলে দেওয়া হচ্ছে এই চারা গাছ। তাঁদের এই কর্মকাণ্ডে সাড়া পড়ে যায় মন্দির চত্বরে।

আরও পড়ুন: তোলপাড় করা আবহাওয়া…শিগগির বাড়ি ঢুকুন! ধেয়ে আসছে প্রবল ঝোড়ো হাওয়া, মুষলধারে বৃষ্টি…

advertisement

এই চন্দনবাটি শিবমন্দিরে শ্রাবণ মাসে দৈনন্দিন প্রায় ১২০০ জন পুণ্যার্থী উপস্থিত হচ্ছেন। আর আগত পুণ্যার্থীদের উপহার দেওয়া হয় বিভিন্ন ফল ও বনজ গাছের চারা। যার মধ্যে ছিল মেহগনি, বকুল, পেয়ারা, লেবু ইত্যাদি। উদ্দেশ্য একটাই ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি মানুষকে পরিবেশ রক্ষায় আরও বেশি করে সচেতন করে তোলা।

View More

আরও পড়ুন: ‘চারটে লোক এল বাড়িতে…বলল আধার কার্ড দেখান,’ দিল্লির সেই সাজিনুর, যার কথা বলেছিলেন মমতা

advertisement

এই উদ্যোগ সম্পর্কে উদ্যোক্তারা জানান, “শিব ভক্তরা যেমন ভাবে গঙ্গাজল নিবেদন করে মহাদেবকে তুষ্ট করেন, তেমনি প্রকৃতিকে তুষ্ট করাও জরুরি। এই চারাগাছ যেন ভক্তদের মাধ্যমে প্রকৃতি রক্ষায় এক নতুন শপথ হয়।”

স্থানীয়দের মতে, এই অভিনব উদ্যোগ যেমন পরিবেশের প্রতি সচেতনতা বাড়াবে, তেমনি শ্রাবণ মাসের ধর্মীয় আবেগকে আরও অর্থবহ করে তুলবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শিব ভক্তদের হাতে চারাগাছ তুলে দিয়ে পরিবেশ সচেতনতার বার্তা সাগরদিঘীতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল