TRENDING:

Howrah News: জলাভূমি এবং বাস্তুসংস্থান প্রাচীর! পরিবেশ রক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয় 

Last Updated:

বারমংরাজপুরের স্কুলের দেওয়াল জুড়ে বিলুপ্ত প্রায় পশু পাখির ছবি ও তথ্য। পরিবেশ বাঁচানোর বার্তা উলুবেড়িয়ার প্রাথমিক বিদ্যালয়ে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: জলাভূমি এবং বাস্তুসংস্থান প্রাচীর তৈরি সরকারি স্কুলে! পরিবেশ রক্ষায় নানা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এই দিক থেকে পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে নতুন প্রজন্ম অর্থাৎ ছাত্র-ছাত্রীরা। সেইদিক গুরুত্ব দিয়ে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে নানা বিষয়ে বিভিন্ন সচেতন মূলক কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এবার জলাভূমি ও বাস্তুতন্ত্র টিকিয়ে রাখতে স্কুলের দেওয়াল জুড়ে সচেতনতার ছবি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেওয়ালে রঙ তুলিতে ফুটিয়ে তোলা হয়েছে আমাদের রাজ্যপ্রাণী বাঘরোলের ছবি সহ পরিবেশ সচেতনতা নানা ছবি।
advertisement

বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে উলুবেড়িয়া ১ ব্লকের হাটগাছা ১ পঞ্চায়েতের বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে সমগ্ৰ হাওড়া জেলা ও পশ্চিম বঙ্গে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উদ্ধোধন হল ‘ ওয়েটল্যান্ড এন্ড ইকোলজি ওয়াল ‘ উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন তিয়াসা আঢ্য, বিশ্বিষ্ট পরিবেশ বিজ্ঞানী ও জলাভূমি বিশেষজ্ঞ। উপস্থিত ছিলেন নারায়ন বাগ, প্রেসিডেন্ট ,স্টেট ফিশারীজ অফিসার ইউনিয়ন। শুভ্রদীপ ঘোষ, সম্পাদক ,ফিউচার ফর নেচার ফাউন্ডেশন। ছাত্র -ছাত্রী শিক্ষক ও অভিভাবকদের নিয়ে আলোচনা চক্র অনুষ্ঠিত হয়।

advertisement

আরও পড়ুন: বৃদ্ধ ঠাকুমার জন্য নাতি যা করল, হাওড়ার ঘটনায় চোখে জল আসবে

আলোচনায় উঠে আসে ‘ হাওড়া জেলার সভ্যতার বিকাশে সঙ্গে যুক্ত জলাভূমি জীবন ও জীবিকার অবিচ্ছেদ্য অঙ্গ। সেই দিক গুরুত্ব দিয়ে হাওড়া জেলার জলাভূমি রক্ষা করার লক্ষ্যে সচেতনতার বার্তা।এ প্রসঙ্গে গবেষক তিয়াশা আঢ্য বলেন, ” হাওড়া জেলার জলাভূমিতে যে পরিমাণ জীব বৈচিত্র্য লক্ষ্য করা যায় সেটা পৃথিবীর অন্য কোথাও সেভাবে দেখা যায়না।”

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

বারমংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত বলেন – আমরা বিদ্যালয়ে সারা বছর প্রাতিষ্ঠানিক শিক্ষার সমান্তরালে সামাজিক ও পরিবেশ শিক্ষার পাঠদান ,চর্চা করে থাকি ।আজ হাওড়ার নিজস্ব সত্তা কে তুলে ধরার জন্য ও সমাজে মানুষের মধ্যে জলাভূমি ও জীববৈচিত্র্য নিয়ে সচেতনতার লক্ষে আমাদের এই উদ্যোগে এতো বিশিষ্ট ব্যক্তিবর্গকে পেয়ে আমরা আপ্লুত ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: জলাভূমি এবং বাস্তুসংস্থান প্রাচীর! পরিবেশ রক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয় 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল