TRENDING:

ছাত্রীরা পড়া না পাড়ায় চটে গেলেন ইংরেজির স্যার! শেষে ২১ জন পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করতে হল

Last Updated:

এগরার অস্তিচক সুরেন্দ্র যোগেন্দ্র বিদ্যাপীঠে অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার‌ও সকালে স্কুল শুরু হয়েছিল। স্কুলের ইংরেজি শিক্ষক বিপ্লব পণ্ডা এদিন সকালে রুটিন অনুযায়ী অষ্টম শ্রেণির ক্লাস নিতে যান। সেখানেই ঘটে বিপত্তি। অষ্টম শ্রেণির ছাত্রীরা পড়া না পারায় ক্ষুব্ধ হন ইংরেজি শিক্ষক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এগরা, পূর্ব মেদিনীপুর, পঙ্কজ দাশ রথী: ছাত্রীদের বেধড়ক মারধর। প্রতিবাদে স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। পূর্ব মেদিনীপুর জেলার এগরার ঘটনা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের আঙুল স্কুলের ইংরেজি শিক্ষকের দিকে।
চটে গেলেন ইংরেজির স্যার
চটে গেলেন ইংরেজির স্যার
advertisement

জানা গিয়েছে, এগরার অস্তিচক সুরেন্দ্র যোগেন্দ্র বিদ্যাপীঠে অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার‌ও সকালে স্কুল শুরু হয়েছিল। স্কুলের ইংরেজি শিক্ষক বিপ্লব পণ্ডা এদিন সকালে রুটিন অনুযায়ী অষ্টম শ্রেণির ক্লাস নিতে যান। সেখানেই ঘটে বিপত্তি। অষ্টম শ্রেণির ছাত্রীরা পড়া না পারায় ক্ষুব্ধ হন ইংরেজি শিক্ষক। অভিযোগ, তারপরই তিনি ওই ছাত্রীদের বেধড়ক মারধর করেন। এই ঘটনায় ২১ জন পড়ুয়া গুরুতর আহত হয়।

advertisement

আরও পড়ুন: ১০০ ডাইনোসর ও ড্রাগন! ইভানের শিল্পের দুনিয়ায় ওরাই সত্যি

পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে ওই আহত ২১ পড়ুয়াকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হচ্ছে। স্বাভাবিকভাবেই এই ঘটনাটি ধামাচাপা থাকেনি। দ্রুত গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে। ফলে অভিভাবক এবং গ্রামবাসীরা এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ হন।

আরও পড়ুন: করম পরব আসলে কী জানেন? গোটা জঙ্গলমহল জুড়ে পালিত হচ্ছে

advertisement

এরপর গ্রামবাসীরা স্কুলের সামনে এসে ক্ষোভে ফেটে পড়েন। সব শিক্ষক শিক্ষিকাদের তালা বন্ধ করে রেখে বিক্ষোভ দেখান। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ছুটে আসে এগরা থানার পুলিশ। বর্তমানে যখন নিয়ম করে পড়ুয়ারদের মারধর নিষিদ্ধ করা হয়েছে সেই সময় এমন একটি ঘটনা কীভাবে ঘটল সেই প্রশ্ন তুলছেন অভিভাবকরা। তাঁদের মতে, এমনটা চলতে থাকলে যে কোন সময় বড় কোন‌ও দুর্ঘটনা ঘটে যেতে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ছাত্রীরা পড়া না পাড়ায় চটে গেলেন ইংরেজির স্যার! শেষে ২১ জন পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করতে হল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল