সকাল থেকে রাস্তা অবরোধ করে রাখে সে। যার জেরে আটকে বাস, পণ্যবাহী লরি। সকাল থেকেই রামলালকে দেখতে ভিড় জমতে শুরু করে আশপাশের মানুষজনের। অনেকেই মোবাইলে ক্যামেরাবন্দি করেন তার কাণ্ডকারখানা। রামলালকে ঘিরে চাঞ্চল্য ছড়ালেও আতঙ্কের বদলে কৌতূহলই ছিল বেশি।
আরও পড়ুন: প্রস্রাবে কি তৈরি হচ্ছে ফেনা? খুব সাবধান, কী দশা হয়েছে কিডনির? শরীরে দানা বেঁধেছে কোন মারাত্মক রোগ
advertisement
রবিবার দাঁতাল হাতি ‘রামলাল’-এর তাণ্ডবে সাঁকরাইল জুড়ে আতঙ্ক, সাঁকরাইলের দক্ষিণ দাঁড়িয়া এলাকায় দাপিয়ে বেড়াল দাতাল হাতি ‘রামলাল’। হরিপুরা, পাথরপাড়া, দক্ষিণ দাঁড়িয়ে একের পর এক এলাকায় তাণ্ডব চালিয়ে আতঙ্ক ছড়ায় সে।
সকাল থেকে রাস্তার উপর দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে বাস আটকে রাখে রামলাল। সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত পড়ে। এরপর খাবারের খোঁজে ঢুকে পড়ে দক্ষিণ দাঁড়িয়া এলাকার একটি ক্লাব ঘরে। জানালা ভেঙে ক্লাবের ভিতরে থাকা ধান খেয়ে নেয় সে। বর্তমানে সে ভিডিও ভাইরাল।
স্থানীয় এক বাসিন্দা জানান আমরা ধান চাষ করি আর ধান খায় হাতি, বনদফতর থেকে আবেদনপত্র দেওয়া হয় কিন্তু মেলে না ক্ষতিপূরণ। কখনও স্কুলে, কখনও ক্লাবে, কখনও বাড়িতে হানা দিচ্ছে হাতি ফলে রাতে বাড়ি থেকে বেরোতে ভয় লাগছে। অভিযোগ, আতঙ্কের মধ্য দিয়ে রাস্তা পারাপার করতে হচ্ছে। হাতির প্রতি প্রশাসনের কোনও নজর নেই।
আরও পড়ুন: সূর্য-কেতুর স্থান বদল, সোম থেকেই শুরু ৩ রাশির গোল্ডেন টাইম! হাতে আসবে কুবেরর ধন, চাকরিতে বড় সুখবর
এলাকার বাসিন্দারা জানান, ‘‘রামলাল শান্তভাবে চারদিক ঘুরে ঘুরে খাবার খুঁজছিল, কিন্তু ক্লাব ঘরে ঢোকার পর কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে। জানালা ও আসবাবপত্রে ভাঙচুর চালিয়েছে।’’ বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে অন্যত্র সরিয়ে নিয়ে যান। রামলালকে জঙ্গলে ফেরানোর চেষ্টার পাশাপাশি স্থানীয়দের সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।
তন্ময় নন্দী