আরও পড়ুন: বনবিবির পুজো করে সুন্দরবনের গভীর জঙ্গলে মধু সংগ্রহে বের হলেন মৌলেরা
শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুরের শালবনির পিড়াকাটা সংলগ্ন কলসিভাঙার শাটার ভেঙে চাল খেল রামলাল নামে হাতিটি। এফসিআই-এর গোডাউনের শাটার ভেঙে চালের বস্তা বের করে মহানন্দে চাল খায় দলছুট দাঁতাল রামলাল। সেই দৃশ্য তারিয়ে তারিয়ে উপভোগ করল কয়েকশো উৎসাহী জনতা। আপনাদের জন্যও রইল সেই ভিডিও।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
উল্লেখ্য যে, একটা সময় পর্যন্ত ঝাড়গ্রাম-পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়িয়েছে রামলাল। খাবারের সন্ধানে বেশিরভাগ সময় সরাসরি লোকালয়ে পৌঁছে গেলেও, রামলাল সাধারণ মানুষ বা গবাদি পশুর উপর তেমন একটা হামলা করেনি। বিশেষ উত্যক্ত না করলে শান্ত প্রকৃতির এই হাতিটি মানুষের দিকে তেড়েও যায় না। তাই জঙ্গলমহলবাসীর কাছে সে বড় প্রিয়। গত কয়েক মাস আগে অবশ্য রামলাল বাঁকুড়ায় পৌঁছে গিয়ে ‘দলছুট’ থেকে ‘দলনেতা’য় পরিণত হয়েছিল। তবে, বেশিদিন অবশ্য দলনেতা হয়ে থাকতে পারেনি পূর্ণবয়স্ক এই দাঁতালটি। ফের ফিরে এসেছে পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রামের জঙ্গলে। ঘুরতে ঘুরতে পৌঁছে যাচ্ছে লোকালয়ে। শুক্রবার সকাল ৮ টা-৯ টা নাগাদ চালের গন্ধ পেয়ে সরাসরি পৌঁছে গিয়েছিল সরকারি চালের গোডাউনে। তারপর সেই পুরানো মেজাজে গোডাউনের লোহার শাটার বা দরজা ভেঙে বস্তা বের করে চাল খায় রাজকীয় ভঙ্গিতে!
রঞ্জন চন্দ