পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন নিজের ঘরের ভিতরে আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরিবারের সদস্যরা চিৎকার শুনে ছুটে এসে বিবেকানন্দকে অচেতন অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা করে যুবককে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুনঃ বন্ধুর হাতেই বলি বন্ধু! দেগঙ্গায় খুনের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার, ঠিক কী ঘটেছিল মদের আসরে?
advertisement
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির বৈদ্যুতিক তারে ত্রুটির কারণেই সম্ভবত এই দুর্ঘটনা ঘটেছে। প্রতিদিনের মতো ঘরের কাজ করছিলেন বিবেকানন্দ, তখনই আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান তিনি। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। হাড়োয়া থানার পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা পুলিশ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় ওই পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েছেন। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়রা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন, দ্রুত বৈদ্যুতিক লাইনগুলির পরিদর্শন ও মেরামতির ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে এমন করুণ দুর্ঘটনা আর না ঘটে।






