জানা গিয়েছে, এদিন দুপুরে সাদ্দাম টোটোতে ইলেক্ট্রিকের চার্জ দিচ্ছিলেন। ঠিক সেই সময় কোনও কারণে শর্ট সার্কিট হয়ে যায় টোটোতে। আর সেই সময় সাদ্দামবাবুর ছোট্ট সন্তানকে টোটোর কাছে গেলে তাকে কোনওক্রমে বাঁচালেও বিদ্যুৎস্পৃষ্ট হন বাবা।
আরও পড়ুন: খেজুরের নামে চিনা জুজুবি ফল খাচ্ছেন না তো? কীভাবে বুঝবেন? আসল খেজুর চেনার উপায় জানুন
advertisement
এই ঘটনা নজরে আসতে তড়িঘড়ি পরিবার এবং স্থানীয় এলাকার বাসিন্দারা চিকিৎসার জন্য আরামবাগ মহকুমা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করলেও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: রোজ যত খুশি হাঁটলে উল্টে শরীরের ক্ষতি! বয়স অনুযায়ী হাঁটার পরিমাণ আলাদা, কতটা হাঁটবেন জানুন
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ টোটো গাড়ির যাত্রী নামিয়ে বাড়ি ফিরেছিলেন। সেই সময় টোটোতে চার্জ না থাকার কারণে বাড়িতে ইলেক্ট্রিকের চার্জ দিয়েছিলেন। সেই সময় বাড়িতে থাকা ছোট্ট সন্তান গাড়ির কাছে চলে যায়। ঠিক সেই সময় বুঝতে পেরে তাকে বাঁচাতে গিয়ে সাদ্দামের মৃত্যু হয়। এই ঘটনায় রীতিমতো পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।
Suvojit Ghosh