TRENDING:

‘প্রিসাইডিং অফিসারদের দিয়ে পোল ভোট করে নেব’, অনুব্রতর মন্তব্যের রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: প্রিসাইংডির অফিসারদের নিয়ে বিতর্কিত মন্তব্য ৷  ফের শোকজ হতে পারেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷
advertisement

সোমবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের সময় অনুব্রত বলেন, ‘প্রিসাইডিং অফিসারদের দিয়ে পোল ভোট করে নেব ৷’ এরপরই এই মন্তব্য নিয়ে রিপোর্ট তলবের নির্দেশ দেন নির্বাচন কমিশনের আধিকারিকরা ৷

রাজনৈতিক মহলের মত, এই বিতর্কিত মন্তব্যের জেরে শোকজ করা হতে পারে অনুব্রতকে ৷ এমনটাই আশঙ্কা করা হচ্ছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

কিছুদিন আগে বীরভূমের লাভপুরে তৃণমূলের একটি জনসভার আয়োজন করা হয় ৷ সেই জনসভা থেকেই নকুলদানা নিদান দেন অনুব্রত ৷ এই নকুলদানা মন্তব্যের জেরেই নির্বাচন কমিশন শোকজ করেছিল তাঁকে। সেই শোকজের জবাবে অনুব্রতর যুক্তি ছিল,  নকুলদানা পুজোর অন্যতম এক উপকরণ ও সেই অর্থেই নকুলদানার কথা বলেছেন তিনি । একইসঙ্গে তিনি কারওর নাম উল্লেখ করেন নি ও সেক্ষেত্রে বিতর্কের কোনও প্রসঙ্গে আসে না ৷ তবে, অনুব্রতের এই সাফাইয়ে তুষ্ট হননি নির্বাচন কমিশনের আধিকারিকরা ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিতর্কে অনুব্রত ৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘প্রিসাইডিং অফিসারদের দিয়ে পোল ভোট করে নেব’, অনুব্রতর মন্তব্যের রিপোর্ট তলব নির্বাচন কমিশনের