সোমবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের সময় অনুব্রত বলেন, ‘প্রিসাইডিং অফিসারদের দিয়ে পোল ভোট করে নেব ৷’ এরপরই এই মন্তব্য নিয়ে রিপোর্ট তলবের নির্দেশ দেন নির্বাচন কমিশনের আধিকারিকরা ৷
রাজনৈতিক মহলের মত, এই বিতর্কিত মন্তব্যের জেরে শোকজ করা হতে পারে অনুব্রতকে ৷ এমনটাই আশঙ্কা করা হচ্ছে ৷
কিছুদিন আগে বীরভূমের লাভপুরে তৃণমূলের একটি জনসভার আয়োজন করা হয় ৷ সেই জনসভা থেকেই নকুলদানা নিদান দেন অনুব্রত ৷ এই নকুলদানা মন্তব্যের জেরেই নির্বাচন কমিশন শোকজ করেছিল তাঁকে। সেই শোকজের জবাবে অনুব্রতর যুক্তি ছিল, নকুলদানা পুজোর অন্যতম এক উপকরণ ও সেই অর্থেই নকুলদানার কথা বলেছেন তিনি । একইসঙ্গে তিনি কারওর নাম উল্লেখ করেন নি ও সেক্ষেত্রে বিতর্কের কোনও প্রসঙ্গে আসে না ৷ তবে, অনুব্রতের এই সাফাইয়ে তুষ্ট হননি নির্বাচন কমিশনের আধিকারিকরা ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিতর্কে অনুব্রত ৷
advertisement