কিছুদিন আগে বীরভূমের লাভপুরে তৃণমূলের একটি জনসভার আয়োজন করা হয় ৷ সেই জনসভা থেকেই নকুলদানা নিদান দেন অনুব্রত ৷ তিনি বলেছিলেন, ‘নির্বাচন কমিশনকেও নকুলদানা খাওয়াবেন ৷ যে নকুলদানা খাবে, তৃণমূলকেই ভোট দেবে ৷ নকুলদানা খেয়ে অন্যকে ভোট দেবে না ৷’
এই নকুলদানা মন্তব্যের জেরেই নির্বাচন কমিশন শোকজ করেছিল তাঁকে। সেই শোকজের জবাবে অনুব্রতর যুক্তি ছিল, নকুলদানা পুজোর অন্যতম এক উপকরণ ও সেই অর্থেই নকুলদানার কথা বলেছেন তিনি । একইসঙ্গে তিনি কারওর নাম উল্লেখ করেন নি ও সেক্ষেত্রে বিতর্কের কোনও প্রসঙ্গে আসে না ৷ তবে, অনুব্রতের এই সাফাইয়ে তুষ্ট হননি নির্বাচন কমিশনের আধিকারিকরা ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 26, 2019 8:24 PM IST