TRENDING:

‘নকুলদানা’ মন্তব্যের জের, ফের অনুব্রতকে শোকজ নির্বাচন কমিশনের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: ‘কমিশনও নকুলদানা খায়’ ৷ কিছুদিন আগে এমনই একটি নিদানের জেরে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডল ৷ এই নকুলদানা মন্তব্যের জেরেই নির্বাচন কমিশন শোকজ করেছিল তাঁকে। সেই শোকজের জবাবও দিয়েছিলেন অনুব্রত। কিন্তু সেই মন্তব্যেও তুষ্ট হয়নি নির্বাচন কমিশন ৷ ফের অনুব্রতকে শোকজ করল কমিশন ৷
advertisement

কিছুদিন আগে বীরভূমের লাভপুরে তৃণমূলের একটি জনসভার আয়োজন করা হয় ৷ সেই জনসভা থেকেই নকুলদানা নিদান দেন অনুব্রত ৷ তিনি বলেছিলেন,  ‘নির্বাচন কমিশনকেও নকুলদানা খাওয়াবেন ৷ যে নকুলদানা খাবে, তৃণমূলকেই ভোট দেবে ৷ নকুলদানা খেয়ে অন্যকে ভোট দেবে না ৷’

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই নকুলদানা মন্তব্যের জেরেই নির্বাচন কমিশন শোকজ করেছিল তাঁকে। সেই শোকজের জবাবে অনুব্রতর যুক্তি ছিল,  নকুলদানা পুজোর অন্যতম এক উপকরণ ও সেই অর্থেই নকুলদানার কথা বলেছেন তিনি । একইসঙ্গে তিনি কারওর নাম উল্লেখ করেন নি ও সেক্ষেত্রে বিতর্কের কোনও প্রসঙ্গে আসে না ৷ তবে, অনুব্রতের এই সাফাইয়ে তুষ্ট হননি নির্বাচন কমিশনের আধিকারিকরা ৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘নকুলদানা’ মন্তব্যের জের, ফের অনুব্রতকে শোকজ নির্বাচন কমিশনের