দক্ষিণবঙ্গের একাধিক আসনে অশান্তি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ ভোট করতে কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর উপর নজর দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, চতুর্থ দফা থেকেই বাড়তে চলেছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। ১৩ মে চতুর্থ দফায় নির্বাচন হবে রাজ্যের ৮টি আসনে। চতুর্থ দফায় রাজ্যে মোতেয়েন করা হবে ৫৯৬ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী। পরের দফাগুলিতে লাফিয়ে লাফিয়ে বাড়তে চলেছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। পঞ্চম দফায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বেড়ে হবে ৭৬২ কোম্পানি, ঘটনাচক্রে পঞ্চম দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে ৭টি আসনে।
advertisement
আরও পড়ুন: এ বার আকাশপথে প্রচারে যাবেন সুকান্ত! পদ্মের রাজ্য ’সেনাপতি’র সফর শুরু পুরুলিয়া দিয়ে
ষষ্ট দফাতেই কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বেড়ে হবে প্রায় সাড়ে ন’শো। উল্লেখ্য ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে প্রস্তাব ছিল পশ্চিমবঙ্গে ৯২০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে রাজ্যে। ষষ্ঠ দফায় ভোট হবে দক্ষিণবঙ্গের মোট ৮টি আসনে। প্রথম দু’দফায় নির্বাচন নিয়ে প্রায় খুশি সব দলই, মঙ্গলবার ৭ মে তৃতীয় দফায় রাজ্যের মোট চারটি আসনে ভোট রয়েছে।