পূর্ব বর্ধমানের মেমরির স্কুল শিক্ষক হেমন্তবাবু একশো শতাংশ দৃষ্টিহীন প্রতিবন্ধীর সার্টিফিকেট জমা দিয়েছেন৷ কিন্তু তাঁর অভিযোগ যে প্রতিবারই ভোটের কাজে তার নাম উঠে আসে৷ প্রতিবারই পদেপদে হেনস্থা হতে হয় বলে অভিযোগ করেছেন ওই শিক্ষক৷ এমনকি তার দেওয়া মেডিকেল সার্টিফিকেটও মানতে চান না আধিকারিকরা বলেও অভিযোগ করেছেন হেমন্ত বন্দ্যোপাধ্যায়৷
তাকে দেওয়া নির্ধারিত ভোটের ডিউটিতে তিনি যাবেন, জানিয়েছেন তিনি৷ তবে তার জন্য নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় পরিকাঠামোর জন্য আবেদন জানিয়েছেন মেমরির এই শিক্ষক৷ ডিউটি ট্রেনিং-এ যোগ দিয়ে অভিনব প্রতিবাদ এই দৃষ্টিহীন শিক্ষকের৷ ভোটের ট্রেনিংয়ে ব্রেইল সহ প্রয়োজনীয় পরিকাঠামোর দাবি রাখলেন তিনি৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 06, 2019 4:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
১০০ শতাংশ দৃষ্টিহীন সার্টিফিকেটের পরও পোলিং অফিসারের ডিউটি দিল নির্বাচন কমিশন