গ্রামে একের পর এক মৃত্যু হচ্ছে। দায়ী নাকি তাঁরই ঠাকুমা। এই অপবাদে ঠাকুমাকে পিটিয়ে মারার অভিযোগ নাতির বিরুদ্ধে। এ ঘটনা আজকের নয়। প্রায় ৭-৮ মাস ধরে ঠাকুমা সরলা মান্ডিকে ডাইনি অপবাদ দিয়ে বেধড়ক মারধর করত নাতি হপন মান্ডি। দিন কয়েক আগে গ্রামেরই এক ব্যক্তিকে সাপে কামড়ায়। তারপর থেকেই সরলার উপর অত্যাচার বাড়ে। শুক্রবার রাতে সরলা মান্ডিকে বেধড়ক মারধর করা হয়। মারধরের ফলে অচৈতন্য হয়ে পড়েন সরলা দেবী। মৃত্যু নিশ্চিত করতে দা দিয়ে কুপিয়ে খুন করা হয়।
advertisement
অভিযুক্ত হপন মান্ডিকে গ্রেফতার করেছে পুলিশ। ডাইনি অপবাদে খুন। তাও আবার নিজের ঠাকুমাকেই। এ ধরনের কুসংস্কারের ঘটনা সামনে আসায় উদ্বিগ্ন প্রশাসনও।
কুসংস্কার থেকে বেরিয়ে আসে বাংলার গ্রামে গ্রামে সচেতনতা শিবির চলছে। কিন্তু তারপরেও ঘটছে এমন ঘটনা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 07, 2019 8:45 PM IST