TRENDING:

Rampurhat Accident: সরকারি বাসের সঙ্গে অটোর সংঘর্ষ, রামপুরহাটে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৯

Last Updated:

এ দিন বিকেলে রামপুরহাটের মল্লারপুরে ১৪ নম্বর জাতীয় সড়কের উপরে তেলডা ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অক্ষয় ধীবর, রামপুরহাট: বীরভূমের মল্লারপুরে ভয়াবহ দুর্ঘটনা৷ সরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৯ জন অটো যাত্রীর৷ গুরুতর আহত অবস্থায় রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অটো চালক৷ মৃতদের মধ্যে আটজন মহিলা এবং একজন পুরুষ বলে জানা গিয়েছে৷
advertisement

এ দিন বিকেলে রামপুরহাটের মল্লারপুরে ১৪ নম্বর জাতীয় সড়কের উপরে তেলডা ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে৷ নিহতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা সহ একজন বালিকাও রয়েছে৷ জানা গিয়েছে, রামপুরহাট- সিউড়ি রুটের সরকারি বাসটির সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ হয়৷ সংঘর্ষের তীব্রতায় কার্যত দুমড়ে মুচড়ে গিয়ে উল্টে যায় বাসটি৷

আরও পড়ুন: বঁটি হাতে ছেলে, মায়ের মাথায় দেদার কোপ! রক্তা ভাসল ঘর, শিউরে ওঠা ঘটনা বাংলায়

advertisement

অটো থাকা সব যাত্রীরই মৃত্যু হয়েছে বলে খবর৷ মৃতেরা কৃষি কাজের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে৷ ধান রোপণের কাজ সেরে তাঁরা বাড়ি ফিরছিলেন বলে খবর৷ তখনই এই দুর্ঘটনা ঘটে৷ তাঁদের বাড়ি বীরভূমের পারকাঁদি গ্রামে৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বাসটি সজোরে এসে ধাক্কা মারায় অটো থেকে ছিটক রাস্তায় গিয়ে পড়েন যাত্রীরা৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রত্যেকের৷ প্রথমে স্থানীয় মানুষ এসে উদ্ধারকাজে হাত লাগান৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী৷ মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে৷ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাটে হাসপাতালে পাঠানো হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rampurhat Accident: সরকারি বাসের সঙ্গে অটোর সংঘর্ষ, রামপুরহাটে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৯
Open in App
হোম
খবর
ফটো
লোকাল