এ দিন বিকেলে রামপুরহাটের মল্লারপুরে ১৪ নম্বর জাতীয় সড়কের উপরে তেলডা ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে৷ নিহতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা সহ একজন বালিকাও রয়েছে৷ জানা গিয়েছে, রামপুরহাট- সিউড়ি রুটের সরকারি বাসটির সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ হয়৷ সংঘর্ষের তীব্রতায় কার্যত দুমড়ে মুচড়ে গিয়ে উল্টে যায় বাসটি৷
আরও পড়ুন: বঁটি হাতে ছেলে, মায়ের মাথায় দেদার কোপ! রক্তা ভাসল ঘর, শিউরে ওঠা ঘটনা বাংলায়
advertisement
অটো থাকা সব যাত্রীরই মৃত্যু হয়েছে বলে খবর৷ মৃতেরা কৃষি কাজের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে৷ ধান রোপণের কাজ সেরে তাঁরা বাড়ি ফিরছিলেন বলে খবর৷ তখনই এই দুর্ঘটনা ঘটে৷ তাঁদের বাড়ি বীরভূমের পারকাঁদি গ্রামে৷
বাসটি সজোরে এসে ধাক্কা মারায় অটো থেকে ছিটক রাস্তায় গিয়ে পড়েন যাত্রীরা৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রত্যেকের৷ প্রথমে স্থানীয় মানুষ এসে উদ্ধারকাজে হাত লাগান৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী৷ মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে৷ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাটে হাসপাতালে পাঠানো হয়েছে৷