TRENDING:

East Medinipur News: মাঝরাতে রক্তের প্রয়োজন,পথশিশু অসুস্থ! ফোন যায় এগরার ‘মানবিক দিদি’ উজ্জয়নীর কাছে

Last Updated:

East Medinipur News: রক্তের প্রয়োজন? অবলা পশুর কান্না? প্রথম ভরসা এই মানবিক শিক্ষিকা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এগরা, মদন মাইতি: মাঝরাতে কারও রক্তের প্রয়োজন? রাস্তায় কোনও অবলা পশু অসুস্থ হয়ে পড়েছে? ফোন আসে শহরের এই মেয়েটির কাছে। পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা উজ্জয়নী ব্যানার্জি। পেশায় শিক্ষিকা। কিন্তু মনেপ্রাণে তিনি সমাজসেবী নারী। সমাজসেবার প্রথম পাঠ তিনি পেয়েছেন নিজের মায়ের কাছ থেকে। তাঁর মা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সক্রিয় সদস্যা। ছোটবেলা থেকেই মায়ের পথ অনুসরণ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অভ্যাস তৈরি হয় উজ্জয়নীর। এলাকার দুঃস্থ ছেলেমেয়েদের কাছে খাবার পৌঁছে দেওয়ার মাধ্যমেই শুরু তাঁর কাজের পথচলা। সেখান থেকেই মানুষের জন্য আরো বড় কিছু করার লক্ষ্য স্থির করেন তিনি।
advertisement

ভ্যাকসিন দেওয়ার পরে শিশুদের মন ভোলানো সেই চিকিৎসক! ‘চুমু খাওয়া ও স্পর্শের’ কৌশল নিয়ে এবার তুমুল বিতর্ক

নিজের চাকুরিজীবনের অল্প বেতন থেকে বেশিরভাগটাই খরচ করেন সমাজসেবামূলক কাজে। কিন্তু এত কম টাকায় তো সম্ভব নয়—তাই এলাকায় বহু মানুষের সাহায্যের হাতও তাঁর সঙ্গে যুক্ত হয়েছে। সবার একযুগের শক্তিতেই আজ এগরা শহরে পরিচিত নাম সমাজসেবী উজ্জয়নী। রাত-বিরেতে কোনও মানুষের রক্তের প্রয়োজন পড়লে, অসুস্থ হয়ে পড়া পথশিশু বা আহত অবলা পশুকে বাঁচাতে সাহায্যের দরকার পড়লে সর্বপ্রথম উজ্জয়নীর কাছেই খবর যায়। খবর পেলেই তিনি ছুটে যান সায়ন, সুভাষ, অঙ্কিতা-সহ তাঁর নিবেদিতপ্রাণ দলের সদস্যদের নিয়ে।

advertisement

মানবসেবা শুধু চিকিৎসা বা খাবারেই নয়—শিক্ষাতেও নিশ্চিত হতে হবে। তাই নিজের বাড়িতেই তিনি তৈরি করেছেন দরিদ্র পরিবারের জন্য ছোট্ট একটি লাইব্রেরি। যেখানে বইপত্র নিয়ে পড়াশোনা করতে পারে মেধাবী কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে পিছিয়ে থাকা ছেলেমেয়েরা। এলাকার অনেকেই নিজেদের পুরোনো কিংবা নতুন বই এখানে দিয়ে যায়, যাতে আরও বেশি ছাত্রছাত্রী এই সুবিধা নিতে পারে। সমাজের উন্নতির জন্য বইয়ের চেয়ে বড় অস্ত্র আর কীই বা হতে পারে? তাই শিক্ষার মাধ্যমে অনেক স্বপ্নকে উজ্জ্বল করে তুলতে চান এই সমাজসেবী শিক্ষিকা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বর্ধমানে শীত জমে ক্ষীর, পাওয়া যাচ্ছে গরম গরম পাটিসাপটা! মাত্র ১৫ টাকাতেই 'দিলখুশ'
আরও দেখুন

শীতের সময় পথে থাকা মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া, দুর্গাপুজোর আগে দরিদ্র পরিবারের শিশুদের হাতে নতুন জামা পৌঁছে দেওয়া কিংবা কারোও জরুরি চিকিৎসার জন্য ফান্ড কালেকশন—সবক্ষেত্রেই সমান ভাবে এগিয়ে আসেন উজ্জয়নী। দিন-রাত লড়াই করে চলেছেন তিনি শুধুমাত্র একটি বিশ্বাস নিয়ে—মানুষ মানুষের জন্য। তাঁর কাজ যেন রোল মডেল হয়ে উঠেছে যুবসমাজের সামনে—প্রমাণ করে দিয়েছেন, ইচ্ছা থাকলেই সমাজের জন্য বড় কিছু করা সম্ভব।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: মাঝরাতে রক্তের প্রয়োজন,পথশিশু অসুস্থ! ফোন যায় এগরার ‘মানবিক দিদি’ উজ্জয়নীর কাছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল