TRENDING:

Egra Blast update: পুকুরে উড়ে গিয়ে পড়ল মানুষ, উদ্ধার ঝলসানো দেহ! এগরা বিস্ফোরণ কাণ্ডে মৃত বেড়ে ৯

Last Updated:

এ দিন সকাল এগারোটা নাগাদ কৃষ্ণপদ ওরফে ভানু বাগের বাড়িতে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এগরা: এগরা বিস্ফোরণ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল ৯৷ এগরার সাহাড়া অঞ্চলের গোপীনাথপুর চাঁদকুড়ি গ্রামের বিস্ফোরণস্থলের চারপাশ থেকেই দেহগুলি একে একে উদ্ধার করে পুলিশ৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাড়ির পাশে থাকা একটি পুকুরের মধ্যে থেকেও অগ্নিদগ্ধ দেহ এবং দেহাংশ উদ্ধার হয়েছে৷ যদিও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ অন্তত সাত জন আহতের হাসপাতালে চিকিৎসা চলছে৷
পুকুরে চলছে দেহের খোঁজ৷ বিস্ফোরণের পর কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উঠছে৷
পুকুরে চলছে দেহের খোঁজ৷ বিস্ফোরণের পর কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উঠছে৷
advertisement

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে জানিয়েছেন, ৯ জনের দেহ উদ্ধার করেছে পুলিশ৷ যদিও স্থানীয়দের দাবি, মৃতের সংখ্যা আরও অনেক বেশি৷

আরও পড়ুন: এগরা কাণ্ডে বাড়ছে মৃতের সংখ্যা, এনআইএ তদন্তে আপত্তি নেই, বললেন মমতা

এ দিন সকাল এগারোটা নাগাদ কৃষ্ণপদ ওরফে ভানু বাগের বাড়িতে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে৷ বিস্ফোরণের জেরে গোটা বাড়িটি উড়ে যায়৷ ওই বাড়ির চারপাশেই ছড়িয়ে ছিঁটিয়ে পড়েছিলেন মৃত এবং আহতরা৷

advertisement

ইতিমধ্যেই এই ঘটনার তদন্তভার সিআইডি-কে দেওয়া হয়েছে৷ যদিও বিরোধীরা এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, এনআইএ তদন্তে রাজ্য সরকারের আপত্তি নেই৷

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ভানু বাগের বাড়িতে আগেও বেআইনি বাজি কারখানা চালানোর অভিযোগ ছিল৷ অভিযুক্তের বাড়িতে হানা দিয়ে গত ১৯ অক্টোবর তাকে গ্রেফতারও করে পুলিশ৷ পরে তিনি জামিন পান৷ জামিন পেয়েই অভিযুক্ত ভানু বাগ ফের বেআইনি বাজির কারবার শুরু করেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

advertisement

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেআইনি বাজি কারখানার কথা পুলিশ সবই জানত৷ পুলিশের বিরুদ্ধে ঘুষ নিয়ে এই বেআইনি কারবার চালানোয় সাহায্য করার অভিযোগও করেছেন গ্রামবাসীরা৷ এ দিন দুর্ঘটনার পর পুলিশ এলাকায় গেলে গ্রামবাসীরা ঘিরে ধরে বিক্ষোভ দেখান৷ পুলিশকর্মীদের মারধরও করা হয়৷ পরে আরও বেশি সংখ্যক বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷

advertisement

যদিও বিস্ফোরণের তীব্রতা দেখে প্রশ্ন উঠছে, শুধু কি বাজি, নাকি বাজি কারখানার আড়ালে বোমার মতো কোনও শক্তিশালী বিস্ফোরক তৈরি হত এগরার ওই বাড়িতে?

মুখ্যমন্ত্রী অবশ্য দাবি করেছেন, এই ঘটনায় এনআইএ তদন্তে রাজ্যের আপত্তি নেই৷ অভিযুক্ত ভানু বাগ ওড়িশায় পালিয়ে গিয়ে থাকতে পারেন বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Egra Blast update: পুকুরে উড়ে গিয়ে পড়ল মানুষ, উদ্ধার ঝলসানো দেহ! এগরা বিস্ফোরণ কাণ্ডে মৃত বেড়ে ৯
Open in App
হোম
খবর
ফটো
লোকাল