পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার ক্ষীরপাই পুরসভা তৈরি হয় ১৮৭৬ সালে। প্রাচীন এই পুরসভায় আগের সরকারের আমলে কোনও উন্নয়নই হয়নি। রাস্তা-জল-আলো কিছুই পায়নি ক্ষীরপাই। অনুন্নয়নের অন্ধকারে ডুবে পিছিয়ে পড়েছিল এই পুরসভা। নতুন সরকার ক্ষমতায় এসে উন্নয়নের আলো জ্বালিয়েছে। গ্রিন সিটি মিশন প্রকল্পের টাকায় প্রাচীন পুরসভার রাস্তায় রাস্তায় বসেছে হাইমাস্ট আলো ও স্ট্যান্ড লাইট। রাতেও অন্ধকার থেকে মুক্তি পেয়ে আলো ঝলমলে হয়েছে ক্ষীরপাই।
advertisement
আলো ঝলমলে ক্ষীরপাই
--------------------------
- ক্ষীরপাই পুরসভায় ১০টি ওয়ার্ড
- গ্রিন সিটি মিশনের টাকায় রাস্তায় রাস্তায় আলো
- মোট ২ কোটি টাকা খরচ
- ১৫টি হাইমাস্ট ও ৫০০টি স্ট্যান্ড লাইট
- হালদার দিঘি মোড়, চৌকান, কদমকুণ্ডুর মোড়, ডাকবাংলো মোড়
- ক্ষীরপাই হাসপাতাল, চন্দ্রকোনা ১ পঞ্চায়েত সমিতির এলাকাগুলিতে হাইমাস্ট আলো
রাজ্য সরকারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তায় আলো লাগানোর ফলে দুশ্চিন্তা কেটেছে ব্যবসায়ীদেরও। ক্ষীরপাই পুর এলাকার রাস্তায় আলো বসানোর প্রথম দফার কাজ শেষ হয়েছে। আরও এক কোটি টাকার আলো লাগানোর কাজ দ্রুত শুরু হবে। অন্ধকারে পিছিয়ে থেকে নয়, উন্নয়নের আলোয় এগিয়েছে ক্ষীরপাই। আলোয় আলোয় সেজে উঠেছে প্রাচীন পুরসভা।