হুগলি জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন ব্লকে মৎস্যজীবীদের মাছের চারা বিলি করা হচ্ছে। রাজ্য সরকারের জল ধরো জল ভরো প্রকল্পকে বাস্তবায়িত করতে হুগলি জেলা মৎস্য দফতরের এই উদ্যোগ। মৎস্যজীবীদের মাছ চাষ করার সঙ্গে সরকারিভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মাছ চাষ প্রকল্পের জন্য একশ দিনের কাজে পুকুর বা জলাশয়কে পরিষ্কার করা হয়েছে।
advertisement
- চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে হুগলি জেলার ১৮ ব্লকে মােছর চারা বিলি করা হয়েছে
- রুই, কাতলা, মৃগেল মাছের চারা দেওয়া হচ্ছে
- সব মিলিয়ে ৫২৫ মৎস্যজীবীকে দেওয়া হবে মাছের চারা
- প্রত্যেক মৎস্যজীবীকে ১ হাজার মাছের চারা দেওয়া হচ্ছে
- জল পরিষ্কার রাখতে ৪০ কেজি চুন দেওয়া হচ্ছে
মাছ চাষ প্রকল্পের মাধ্যমে হুগলির অধিকাংশ ব্লকে মৎস্যজীবীরা স্বনির্ভর গোষ্ঠী তৈরি করেছেন। সম্প্রতি মৎস্য দফতরের উদ্যোগে হুগলিতে দামোদর ও গঙ্গায় চারা মাছ ছাড়া হয়েছে।