মুখ্যমন্ত্রীর ঘোষণা মতই এক সপ্তাহের বেশি সময় ধরে পশ্চিম মেদিনীপুর জেলায় শুরু হয়েছে সরকারি সহায়ক মূল্যে ধান কেনা-বেচা। সোমবার খড়গপুরে সরকারি সভায় এসে কৃষকদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'ফড়েদের মাধ্যমে নয়, ধান বিক্রি করতে হবে ঠিক জায়গায়। অর্থাৎ সরকারি ধান ক্রয় কেন্দ্রে সরাসরি নিজেদের ধান বিক্রি করতে পারবেন কৃষকরা'। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই, গড়বেতায় ধান ক্রয় কেন্দ্র। পঃ মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের ৫ নম্বর অঞ্চলে ধান ক্রয় কেন্দ্র খোলা হয়েছে ধান ক্রয় কেন্দ্র। কৃষকরা ধান বিক্রির পর চেকের মাধ্যমে টাকা পাচ্ছেন।
advertisement
আগে ভুল বুঝিয়ে কম দামে কৃষকদের থেকে ধান কিনে নিত ফড়েরা। কিন্তু ন্যায্য দাম পেতেন না। এখন সরকারকে সঠিক দামে ধান বিক্রি করে লাভের মুখ দেখছেন কৃষকরা। তাঁদের এলাকায় ধান ক্রয় কেন্দ্র চালু হওয়া খুশি গড়বেতার কৃষকরা।