আরও পড়ুন: #Egiye Bangla: গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে এ বার জাতীয় সড়কে বসল ওয়াচ টাওয়ার
(২৯ জানুয়ারি, ২০১৮ )
মুর্শিদাবাদের দৌলতাবাদে রেলিং ভেঙে নদীতে পড়ে যায় যাত্রিবাহী বাস। নদী থেকে একে একে উদ্ধার হয় চল্লিশের বেশি মানুষের নিথর দেহ। তদন্তে চালকের অসাবধানতার তথ্যই উঠে আসে।
advertisement
ব্রিজের রেলিং ভেঙে গাড়ি নদীতে বা নীচে পড়ে যাওয়া আটকাতে উদ্যোগী বীরভূম জেলা প্রশাসন। জেলার প্রতিটি জাতীয় ও রাজ্য সড়কের উপর ব্রিজগুলির নিরাপত্তা দিতে তৈরি হয়েছে ব্রিজ গার্ড। ব্রিজের একটি অংশ কেটে তার মধ্যে লোহা ও সিমেন্টের কংক্রিট ঢালাই দিয়ে তৈরি হয়েছে ব্রিজ গার্ড। পরীক্ষামূলকভাবে দেখা গিয়েছে, দুর্ঘটনার জেরে কোনও গাড়ি নিয়ন্ত্রণ হারালেও নীচে পড়ে যাবে না। ব্রিজের মধ্যেই থাকবে দুর্ঘটনাগ্রস্ত যানটি।
আরও পড়ুন: এগিয়ে বাংলা: আনন্দধারা প্রকল্পে জৈব পদ্ধতিতে চাষ, শস্য শ্যামলা এই বাংলা
ব্রিজের ধারে 'ব্রিজ গার্ড'
--------------------------
- ব্রিজের রেলিং থেকে ৩-৪ ফুট দূরত্বে ব্রিজ গার্ড
- ব্রিজ গার্ড ও রেলিং-এর মধ্যে হাঁটার জায়গাও থাকছে
- বীরভূমে এরকম ৪৩টি ব্রিজ গার্ড তৈরি
আরও পড়ুন: Egiye Bangla: ঔষধি গাছ সংরক্ষণ ও প্রক্রিয়াকরণে রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ
সিউড়ি থেকে বোলপুর যাওয়ার রাস্তায় কোপাই ও শাল নদীর উপর বল্লভপুর ব্রিজ ও বক্রেশ্বর নদীর উপর হাইটিকরা ব্রিজে ইতিমধ্যেই ব্রিজ গার্ড তৈরি হয়ে গিয়েছে। সাঁইথিয়া-বহরমপুর রাস্তায় ময়ূরাক্ষী নদীর উপরেও ব্রিজে ব্রিজ গার্ড তৈরির কাজ চলছে। এছাড়াও,
- ৬০ নম্বর জাতীয় সড়কে বক্রেশ্বর ব্রিজের উপরেও ব্রিজ গার্ড
- তিলপাড়া ও ব্রাহ্মণী ব্রিজ ছাড়াও বিভিন্ন সেতুতে ব্রিজ গার্ডের কাজ
পথ দুর্ঘটনা রুখতে সবসময়ই তৎপর রাজ্য সরকার। বীরভূম জেলাজুড়ে এধরনের উদ্যোগে স্বস্তিতে সাধারণ মানুষ।